Also read in

কোভিড : বাড়ছে সংখ্যা , বরাক উপত্যকায় নতুন করে আক্রান্ত আরও

সমগ্র দেশ তথা রাজ্যে করোনা সংক্রমণের ঘটনার সঙ্গে পাল্লা দিয়ে বরাক উপত্যকায় ও বাড়ছে আক্রান্তের সংখ্যা ।

শিলচরের সাংসদ রাজদীপ রায়ের ফেসবুক পোস্টে থেকে জানা গেছে গতকাল রাত ৯ টা ৩০ মিনিট পর্যন্ত বরাক উপত্যকায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৯১, সুস্থ হয়ে উঠেছেন ৬৫, মারা গেছেন একজন, পজিটিভ অবস্থায় রয়েছেন ১২৫ জন। বুধবার আক্রান্তের সংখ্যা ১২, এর মধ্যে করিমগঞ্জের ১১ জন কাছাড় জেলার একজন; হাইলাকান্দিতে আক্রান্তের সংখ্যা ঐদিন আর বাড়েনি।

বুধবার বরাক উপত্যকায় আক্রান্ত ব্যক্তিদের সম্বন্ধে যে তথ্য আমাদের হাতে এসেছে সেটা হলো এরকম, করিমগঞ্জ জেলার আক্রান্তরা হলেন, গোয়ালিয়া এলাকার ২১ বছর বয়স্ক মনসুর আহমেদ, খাগাইল এলাকার ১৮ বছর বয়স্ক কাইস আহমেদ, কটামনির ২০ বছরের সাব্বির হোসেন, ২৫ বছর বয়স্ক আজিম উদ্দিন, বিদ্যানগরের ১৯ বছর বয়সী আব্দুল কাদির, বড়পুঞ্জির ২৭ বছর বয়সী সাদিক হোসেন, মারারাহ’র ৩২ বছর বয়সী জামির উদ্দিন, মারেরা’র কুড়ি বছর বয়সী দিলওয়ারা বেগম, মাংপিঙ্গরপুলের ২৪ বছর বয়সী আব্দুল রৌফ।

কাছাড় জেলার আক্রান্ত ব্যক্তি হলেন হরিনগর এলাকার ১৯ বছরের মনজুর হোসেন। এদের সবারই ভ্রমণ বৃত্তান্ত রয়েছে বলে জানা গেছে।

এদিকে,সমগ্র অসমে করোণা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১৮৩০ য়ে পৌঁছেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আজ ১০-৫৫ মিনিটের টুইট থেকে জানা গেছে যে, সমগ্র রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮৩০ জন; এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪১৩ , সক্রিয়ভাবে আছেন ১৪১০ , মারা গেছেন ৪ জন।

এদিকে সুসংবাদ হলো, তারাপুর সুকান্ত লেনের বাসিন্দা অর্চনা নন্দী করোনা যুদ্ধে বিজয়ী হয়ে গতকাল শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে নিজ বাড়িতে ফিরে গেছেন, এলাকাবাসীরা স্বাগত জানিয়েছেন তাকে।

Comments are closed.