Also read in

কাল সকাল ন'টায় বেরোচ্ছে সেবা পরিচালিত হাইস্কুল এবং হাই মাদ্রাসার ফলাফল, জেনে নিন পদ্ধতি

আগামীকাল সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন (সেবা), আসাম পরিচালিত হাই স্কুল লিভিং সার্টিফিকেট এক্সামিনেশন এবং হাই মাদ্রাসার ফলাফল ঘোষণা হতে চলেছে। এবারের পরীক্ষার ফলাফল ঘোষিত হবে সকাল ন’টায় এবং শুধু অনলাইনে পাওয়া যাবে।
নিচের লিঙ্ক গুলোতে ঢুকে এই ফলাফল জানা যাবে।

sebaonline.org
resultsassam.nic.in
assamonline.in
results.siksha
knowyourresult.com
assamresult.in
indiaresults.com
examresults.net

এ বৎসর সেবা পরিচালিত এই পরীক্ষার ফলাফল অ্যাপস থেকেও জানা যাবে। এর জন্য ছাত্রদেরকে গুগল প্লে স্টোর থেকে ‘SEBA Results 2020’ ডাউনলোড করে ইন্সটল করতে হবে। এই সুবিধা শুধু এন্ড্রয়েড ফোনে পাওয়া যাবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছাত্রছাত্রীরা তাদের মার্কশিট ডাউনলোড করতে পারবে এবং এর ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার আবেদন করতে পারবে। পরবর্তীতে সংশ্লিষ্ট স্কুলগুলোতে তাদের মার্কশিটের হার্ডকপি পাঠানো হবে।

উল্লেখ্য, এ বছর প্রায় তিন লক্ষ আশি হাজার পড়ুয়া এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছে।

Comments are closed.