Also read in

বরাক উপত্যকায় আক্রান্ত আরও ২০, কাছাড়-করিমগঞ্জের সাতজন করে, হাইলাকান্দির ৬

করোনা সংক্রমণ বেড়ে চলেছে। সর্বশেষ বরাক উপত্যকায় আরো কুড়ি জনের আক্রান্ত হওয়ার সংবাদ এসে পৌঁছেছে।

শিলচর মেডিকেল কলেজ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী কাছাড় জেলার ৭ জন আক্রান্তরা হলেন ৪০ বছর বয়স্ক গোপালগঞ্জের রোকসানা বেগম মজুমদার ও ২৩ বছরের নিসাত আফরিন লস্কর, মালুগ্রামের ২২ বছরের যুবক সত্যব্রত ভট্টাচার্য, জিরিঘাটের ২৮ বছরের জি আচাম রংমাই, সোনাবাড়িঘাটের ৬২ বছর বয়স্ক রুকিয়া খানম লস্কর, উত্তর কৃষ্ণপুরের ২০ বছরের যুবক আক্তার হোসেন লস্কর ও ২৪ বছর বয়স্ক সোহেল আহমেদ বড়ভূঁইয়া।

করিমগঞ্জ জেলার আক্রান্ত সাত জন হলেন শাপলার ৩৬ বছরের নুর উদ্দিন, নর্থ গোপালপুরে খাসিয়া পুঞ্জির ২২ বছরের কার্লোস খোংলা, টিলা বাজারের বছরের ১৯ যুবক সুজিত রায়, পয়লামুলির ২২ বছরের কাওসার আলী , উত্তর জন্দরখাইর ২৬ বছরের জয়নুল হক , মেদলি ছড়ার ২৭ বছরের নকুল রিয়াং ও লক্ষীবাজার এলাকার ২৫ বছরের খালেদ আহমেদ।

হাইলাকান্দি জেলার আক্রান্ত ছয়জন হলেন বোয়ালিপার প্রথম খন্ডের হাফিজুর রহমান বড়ভূঁইয়া (২৫), আলগাপুরের আসুক উদ্দিন লস্কর(২৬) ও জাকির হোসেন লস্কর(৩০), আব্দুল্লাপুর প্রথম খন্ডের মন্টু শুক্লবৈদ্য(৩১), উজানকুপার গোলাপ হোসেন(২১) ও রাঙামাটি প্রথম খন্ডের সাঈদ আহমেদ(২৫)।

উপত্যকায় এই ২০ জনের রেজাল্ট পজিটিভ আসার কথা জানা যায় রাতে ; সকালের আরো চারজন নিয়ে এদিন সর্বমোট ২৪ জনের রেজাল্ট এসেছে পজিটিভ।

রাত এগারোটায় শিলচরের সাংসদ রাজদীপ রায় প্রদত্ত হিসাব অনুযায়ী বরাক উপত্যকায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ২১৫। এরমধ্যে সেরে উঠেছেন ৬৬ জন, মারা গেছেন একজন , সক্রিয় রোগী রয়েছেন ১৪৮ জন।

রাত ১১ টা ৫ মিনিটে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, সমগ্র আসামে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২২৪৩। এর মধ্যে সেরে উঠেছেন ৫০৯, মারা গেছেন চারজন, সক্রিয় রোগী রয়েছেন ১৭২৭ জন।

Comments are closed.