Also read in

কাটিগড়ায় জলের ট্যাংকে ১৩ টি বানরের মৃতদেহ , তদন্ত করে দেখছেন আধিকারিকরা

এক দুঃখজনক ঘটনায় কমপক্ষে ১৩টি বানরের মৃতদেহ পাওয়া গেল কালাইন এলাকায় এক জলের ট্যাঙ্কে। আজ বিকেলের দিকে স্থানীয় জনগণ এই ঘটনা প্রত্যক্ষ করেন।

ডি এফ ও করিমগঞ্জ জলনুর আলী জানিয়েছেন এই বানরগুলো আশেপাশেই থাকে। ” আমরা এই ঘটনার কথা জানতে পেরেছি এবং সবগুলো দেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে”, জানালেন ডিএফও।

বন বিভাগ এই ঘটনা নিয়ে তদন্ত করছে কিন্তু এটা স্পষ্ট নয় বানরগুলো নিজে থেকেই জল খেতে ট্যাঙ্কে নেমেছিল নাকি কেউ বিষ প্রয়োগ করেছে। এই মুহূর্তে এই বানর গুলোর মৃত্যু সম্বন্ধে সুনিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

বনবিভাগের করিমগঞ্জ রেঞ্জের এ এফ এস পিংকু সিং জানান যে বিকেল ৫ টা ৩০ মিনিট নাগাদ তিনি একটি ফোন কলে ঘটনাটি জানতে পারেন এবং ঘটনাস্থলে ছুটে যান। তিনি বর্তমানে পশু হাসপাতালে রয়েছেন এবং জানান আমাদের আরও কিছু সময় লাগবে। হয়তো আগামী কাল সকালে আমরা নিশ্চিতভাবে বলতে পারব, এটা বিষ প্রয়োগ কিনা।

এখন মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে এবং সব জায়গায় জল পাওয়া যাচ্ছে তাই জল খাওয়ার জন্য এই বানরগুলো গভীর ট্যাংকে কেন নাবতে যাবে। এই প্রসঙ্গে সিং জানান, “এই মুহূর্তে মন্তব্য করা সমীচীন হবে না। আমরা এর আগেও দেখেছি ট্যাঙ্ক এর মধ্যে এক- দুটো বানর মারা যেতে, তবে এবারের মত এত বৃহৎ সংখ্যক নয়।”

সিং এবং বন বিভাগের অন্যান্য আধিকারিকরা ভোলা গৌরি ওয়াটার প্রজেক্ট , কাতিরাইল থেকে দেহগুলি উদ্ধার করে নিয়ে গেছেন। এই এলাকা কাছাড় জেলা বন বিভাগের অধীন হলেও করিমগঞ্জ ফরেস্ট রেঞ্জের আওতায় রয়েছে।

Comments are closed.