
১৩ জুন থেকে ইন্ডিগো শিলচরে বিমান পরিষেবা চালু করছে; স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া পরিষেবা শুরু করেছে ইতিমধ্যেই
শিলচর বিমানবন্দরে বিমান পরিষেবা পুনরায় শুরু হওয়ার ১৮ দিন পর গোটা দেশের সঙ্গে ইন্ডিগো এয়ারলাইনস আগামী ১৩ জুন থেকে পুনরায় শিলচরে বিমান পরিষেবা চালু করছে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়। এখানে উল্লেখ করা যেতে পারে, বর্তমানে শিলচর বিমানবন্দর থেকে দুটো এয়ারলাইন্স তাদের পরিষেবা চালু রেখেছে। শিলচর কলকাতা সেক্টরে এয়ার ইন্ডিয়া সপ্তাহে দুদিন এবং স্পাইসজেট শিলচর কলকাতায় প্রত্যেকদিন বিমান সেবা চালু রেখেছে। শিলচর গুয়াহাটি সেক্টরেও কেবল মাত্র দুটি বিমান সংস্থার বিমান পরিষেবা চালু রয়েছে।
ইন্ডিগো আগামী ১৩ জুন থেকে কেবলমাত্র শিলচর কলকাতার মধ্যে বিমান পরিষেবা চালু করছে। তবে আপাতত বিমানটি সপ্তাহে তিনদিন অর্থাৎ মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবারে যাতায়াত করবে। সূত্র অনুসারে, 6E472/932 বিমানটি দুপুর একটায় শিলচরে পৌঁছানোর এবং এক টা ৩৫ মিনিটে শিলচর থেকে ছাড়বে বলে নির্ধারিত হয়েছে।
এয়ারলাইনস তাদের অফিশিয়াল ওয়েবসাইটে বিমানের টিকিট বুকিং শুরু করেছে।
গত ২৫ মে থেকে দেশের ভেতরে বিমান পরিষেবা চালু করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় নাগরিক বিমান মন্ত্রক । তবে মন্ত্রকটি বিমান যাত্রী, সংশ্লিষ্ট বিমান সংস্থা, বিমানের অপারেটর এবং অন্যান্য সংস্থার জন্য বিস্তারিত গাইড লাইন নির্ধারণ করে দিয়েছে।
Comments are closed.