Also read in

বদরপুর লামডিং রেলওয়ে ট্র্যাক সংস্কারের কাজ আগামী ১৮ জুন পর্যন্ত সম্পন্ন হবে, আশাবাদী এনএফ রেলওয়ে

অবিরাম বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকা মুপা এবং মাইবং স্টেশনের মধ্যে রেলওয়ে ট্র্যাক ডুবে যাওয়ার কারণে গত ১ জুন থেকে বরাক উপত্যকার রেল যোগাযোগ ব্যাহত হয়।

বরাক উপত্যকার পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের আরো তিনটি রাজ্য ত্রিপুরা মিজোরাম এবং মনিপুরের সঙ্গে সংযোগও ব্যাহত হয়েছে। রেল কর্তৃপক্ষ দশ দিনের মধ্যে রেলওয়ে ট্র্যাকের সংস্কারের কাজ শেষ করে রেল যোগাযোগ পুনঃস্থাপন করতে পারবেন বলে অনুমান করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন না হওয়ায় আরো ছয় দিনের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু পাহাড়ি এলাকায় এখনো রেলওয়ে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

 

Bird’s eye view of the damaged section

সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, নতুন করে আরও ৩০ মিটার ট্র্যাক পুনরায় ডুবে যাওয়ায় সংস্কারের কাজ বিলম্বিত হচ্ছে।

বরাক বুলেটিনের সঙ্গে কথা বলার সময় এনএফ রেলওয়ে’র সিপিআরও শুভানন চন্দ আশা প্রকাশ করেন, আগামী দু’দিনের মধ্যে লাইনটি খুলে যাবে। তিনি বলেন, “কাজ এখনো চলছে এবং আরো কিছুটা সময় লাগবে। তবে আশা করছি, আগামী পরশু পর্যন্ত ট্র্যাক পরিষ্কার হয়ে যাবে।”

এখানে উল্লেখ করা যেতে পারে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং কাজকর্ম খতিয়ে দেখেন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুসারে, রেলওয়ে কর্মীরা ক্ষতিগ্রস্ত রেলওয়ে ট্র্যাক পুনরায় স্থাপনের যথাযথ চেষ্টা করছেন।

Comments are closed.