Also read in

কোয়ারেন্টাইন সেন্টার থেকে জানালা ভেঙ্গে পলায়ন দুই ব্যক্তির; "ওদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে", বললেন এসপি

আজ দুপুরে হাইলাকান্দির এক কোয়ারেন্টাইন সেন্টার থেকে দুই ব্যক্তি হঠাৎ জানালা ভেঙ্গে বেরিয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রহরীদের দৃষ্টি এড়িয়ে জানালা ভেঙ্গে এই দুজন ব্যক্তি বেরিয়ে যান।

হাইলাকান্দির পুলিশ অধীক্ষক পবীন্দ্র কুমার নাথ এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। “ওরা দুজন দোকানে কেনাকাটা করে আবার ফিরে আসে, তাদেরকে আটক করা হয়েছে”, বরাক বুলেটিনের সাথে কথা বলে জানালেন পুলিশ অধীক্ষক।

তিনি আরো জানান, এই দুজন কোয়ারেন্টাইন সেন্টার থেকে বেরিয়ে কিছু কেনাকাটা করে আবার ফিরে আসে এবং বেরিয়ে যাওয়ার জন্য জানালা এবং একটা তালা ভাঙ্গে। “ওরা একজন দোকানীর সংস্পর্শে এসেছে, প্রয়োজনে ওই দোকানদারের ও সোয়াব টেস্ট করা হবে,” জানালেন এসপি।

সেন্টার থেকে বিনা অনুমতিতে বেরিয়ে পড়ার জন্য কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ার পর এই দুজনের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি গ্রহণ করা হবে, এটাও জানালেন পুলিশ সুপার।

প্রাপ্ত তথ্য অনুযায়ী সেন্টার থেকে পালিয়ে যাওয়া দুই ব্যক্তি জাকির হোসেন এবং বাহারুল ইসলাম দোকান থেকে ঠান্ডা পানীয় ক্রয় করেছিলেন।

Comments are closed.

error: Content is protected !!