Also read in

কীর্তি জল্লির মনিপুর সংলগ্ন গ্রাম পরিদর্শন,"এই প্রথম একজন জেলা শাসককে স্বচক্ষে দেখলাম",প্রতিক্রিয়া ৮০ বছরের বৃদ্ধার

 

করোনা সংক্রমণ নিয়ে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে জ্বর পরীক্ষা করার অভিযান ‘আসাম কমিউনিটি সার্ভাইল্যান্স প্রোগ্রাম’ । এই কার্যসূচির অধীনে বুধবার জেলাশাসক কীর্তি জাল্লি প্রশাসনিক আধিকারিক, জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সম্পাদক জ্যোতি দাস সহ অন্যান্যরা ফুলেরতল থেকে লঞ্চে চড়ে নদী পথে পৌঁছান কাপাখাল গ্রামে।

স্বাধীনতার পর এই প্রথম কোন জেলা শাসক এই গ্রামে পা রাখলেন, যা ওদের কাছে নিতান্তই এক স্বপ্নের মত। ৭৫ টি পরিবার নিয়ে মার জনগোষ্ঠী অধ্যুষিত এই গ্রামের বাসিন্দা ৮০ বছর বয়সের পোসংলো জেলা শাসক সহ অন্যান্যদের দেখে মন্তব্য করেন, তার জীবনে এই প্রথম তিনি জেলাশাসক বা এই ধরণের কোন আধিকারিককে গ্রামে দেখলেন। জেলাশাসক কীর্তি জল্লি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং কি করে বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে পারে সে সম্বন্ধে তাদের অবহিত করেন।তিনি গ্রামবাসীদেরকে তাদের অটল অমৃত অভিযানের কার্ড সংগ্রহ করতে বলেন এবং আশ্বাস দেন যে, কোন ধরনের অসুস্থতায় তারা বিনে পয়সায় চিকিৎসার সুযোগ পাবেন। এই সুযোগে দু লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচা সরাসরি চিকিৎসা প্রতিষ্ঠানকে প্রদান করা হবে, ব্যায়ভার রোগীদের বহন করতে হবে না। তিনি গ্রামবাসীদের মধ্যে মাস্ক ও বিতরণ করেন। কমিউনিটি সার্ভিলেন্স প্রোগ্রাম ছাড়াও স্বাস্থ্য বিভাগের লোকেরা বিভিন্ন ধরনের ছোঁয়াচে রোগের পরীক্ষার ও ব্যবস্থা করেন।

উল্লেখ্য, মনিপুর সীমান্ত সংলগ্ন এই গ্রাম লক্ষ্মীপুর মহাকুমার বিন্নাকান্দি উন্নয়ন বোর্ডের অধীনে হলেও লক্ষীপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। তাই জেলা শাসকের এই আগমন ই এদের কাছে এক বিরাট বড় প্রাপ্তি এবং ভবিষ্যতে এদের উন্নতির সোপান ও হয়ে উঠতে পারে।

 

  

Comments are closed.