Also read in

কোয়ারেন্টাইন কেন্দ্রের দোতালা থেকে ঝাঁপ এক ব্যক্তির; আত্মহত্যার চেষ্টা নাকি পালাবার!

বাঁশকান্দির দারুল উলুম মাদ্রাসায় সরকারি কোয়ারেন্টাইনে থাকা এক ব্যক্তি ভবনের দোতালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আজ। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এটি আত্মহত্যার চেষ্টা, নাকি কোয়ারেন্টাইন থেকে পালানোর চেষ্টা, এটা স্পষ্ট নয়। তবে ঐ ব্যক্তির মানসিক অবস্থাও ভাল নয়। কিছুটা অবসাদে রয়েছে এবং কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকালীন সেখানের কর্মীদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করেছে। দোতলা থেকে ঝাঁপ দেওয়ার পরেও তার বিশেষ কোনও শারীরিক কোনো ক্ষতি হয়নি, তবে ডাক্তাররা মনে করছেন লোকটি মানসিকভাবে অবসাদগ্রস্ত অবস্থায় রয়েছে। তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং শীঘ্রই বাড়িতে পাঠানোর ব্যবস্থা হবে।

অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যওয়ান জানিয়েছেন, ১৯ জুন বাইরে থেকে ফেরার পর একসঙ্গে ৬৬ জন যাত্রীকে বাঁশকান্দির দারুল উলুম মাদ্রাসায় সরকারি কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। নিয়ম অনুযায়ী তাদের সোয়াব স্যাম্পল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং প্রায় প্রত্যেকেরই নেগেটিভ আসে। যাত্রীদের ছাড়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের এসওপি রয়েছে। ৬৬ জন যাত্রীর মধ্যে ৬১ জনকে ইতিমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে। শুধু হাতেগোনা কয়েকজন বাকি ছিলেন। যে লোকটি ঝাঁপ দিয়েছে, তার ২৬ জুন অর্থাৎ আগামীকাল মুক্তি পাওয়ার কথা ছিল। অথচ তিনি হঠাৎ করে এমন একটা পদক্ষেপ দিলেন যাতে বাকি যাত্রীদের মনে সংশয় দেখা যেতে পারে। সরকারি কোয়ারেন্টাইনের আধিকারিকদের সঙ্গে লোকটি দুর্ব্যবহার করেছিল বলে শোনা গেছে। “তবে এটা নতুন নয়, অনেক যাত্রী আগে আমাদের আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। খুব বড় ঘটনা না হলে আমরা সেগুলো সামনে নিয়ে আসিনা” , জানান এডিসি।

উল্লেখ্য, এখন পর্যন্ত জেলায় এখন পর্যন্ত ১২ হাজার ৭৬৬ জন ব্যক্তি উত্তর-পূর্বের বাইরের রাজ্য থেকে ফিরেছেন। ট্রেন এবং বাসের থেকে অনেক বেশি যাত্রী বিমানে ফিরছেন। প্রতিদিন যতজন ফিরছেন, তার প্রায় অর্ধেকই বিমানযাত্রী। সপ্তাহে তিন দিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে চারটি বিমান অবতরণ করে, বাকি দিনগুলো তিনটি করে বিমান আসে।

Comments are closed.