Also read in

বরাকে আজকের দিনে এখন পর্যন্ত কোভিড পজিটিভ ১৯, এগারো জনের কোন ভ্রমণ বৃত্তান্ত নেই

সমগ্র দেশ তথা পৃথিবীজুড়ে কোরনা সংক্রমণ উদ্বেগজনক ভাবে বেড়ে চলেছে। বরাক উপত্যকায় এখন ভ্রমণ বৃত্তান্ত বিহীন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা রীতিমতো উদ্বেগের বিষয়। আজ শিলচর মেডিকেল কলেজ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপত্যকার ১৯ জন রোগীর দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে, এর মধ্যে ১১ জনের কোন ভ্রমণ বৃত্তান্ত নেই।

গতকাল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ডাক্তার ডাঃ অরিনা রাহার কোভিড সংক্রমণ ধরা পড়ার পর আজ উনার গাড়ীর চালকের দেহে ও সংক্রমণ ধরা পড়ে।

এদিকে, ধলাই এলাকার ৭৩ বছরের বৃদ্ধ সুকোমল সিংহ জ্বর এবং ইনফুয়েঞ্জা উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তার সোয়াব স্যাম্পল পরীক্ষা করা হয়, তার দেহে ও করোনা সংক্রমণ ধরা পড়ে।

আজকের দ্বিতীয় তালিকায় ভ্রমণ বৃত্তান্ত বিহীন আরো ৯ জন ব্যক্তিকে কোভিড পজিটিভ হিসেবে সনাক্ত করা হয়।

এই ৯ জনের মধ্যে ছয় জনের আসাম টারগেটেড সার্ভিলেন্স প্রোগ্রামের অধীনে সোয়াব পরীক্ষা করা হয়েছিল। এরা হলেন, বদরপুরের ৩৫ বছর বয়স্ক মহিলা সন্ধ্যা বাসফর; করিমগঞ্জের ৩১ বছর বয়স্ক জামির উদ্দিন ; কাছাড় জেলার কলাইনছড়া বাগানের ২৭ বছর বয়স্ক অরুণ কুমার যাদব; কালাইনছড়া বাগানেরই ২৯ বছর বয়স্ক শুক্লা মাহাতো; কেন্দ্রীয় বিদ্যালয়, ধলছড়ার ২৯ বছর বয়স্ক শংকর হালদার; রাউতগ্রাম, করিমগঞ্জের ৩০ বছর বয়স্ক মুন্না চন্দ।

আজ শিলচর শহরতলির রংপুর দাসপাড়া এলাকার দেবব্রত পাল (৩৩), রাজদীপ পাল (৩৫), দুর্গাপদ পাল (৩৩)কে কোভিড পজিটিভ সনাক্ত করা হয়েছে। এরা সবাই গতকাল শনাক্ত হওয়া কোভিড পজিটিভ রোগী সুপ্রীতি পালের পরিবারের লোক। ৬১ বছর বয়সের সুপ্রীতি পাল গতকাল ইনফ্লুয়েঞ্জা, জ্বর নিয়ে শিলচর মেডিকেল কলেজে আসার পর কোভিড পজিটিভ পাওয়া যায়;  উনার সাম্প্রতিককালে কোন ভ্রমণ বৃত্তান্ত নেই।

এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আসা বরাক উপত্যকার ৮ জন রোগীর সোয়াব স্যাম্পল আজ পজিটিভ এসেছে। এরা হলেন বেঙ্গালুরু থেকে আসা করিমগঞ্জের মোঃ বাপন উদ্দিন, বেঙ্গালুরু থেকে আসা বদরপুরের তাজু আলী , ঝাড়খন্ড থেকে আসা বদরপুর রেলওয়ে স্টেশন রোড এলাকার অনন্ত কুমার পান্ডে, বেঙ্গালুরু থেকে আসা ভাঙ্গা এলাকার দিলওয়ার হোসেন, নিলাম বাজার এলাকার আবু কামরান জাহিদ বদরপুর এরালিগুল এর আলী হোসেন পশ্চিম ত্রিপুরা সাগর দাস মুম্বাই থেকে আসা রানীপুর এলাকার আপু মিয়া লস্কর ।

Comments are closed.