ডাঃ রাহার সংস্পর্শে আসায় তিন দিনের জন্য বন্ধ হল নাইটেঙ্গেল, গ্রীন হিলস সহ ৪টি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র
করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঠিক কাছাকাছি সময়েই শিলচর শহরের চারটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে রোগী দেখেছিলেন চিকিৎসক ওরিনা রাহা। একটি চিকিৎসা কেন্দ্রে রোগীর অপারেশনও করেছেন তিনি। ফলে এই চারটি স্বাস্থ্য কেন্দ্রকে ৭২ ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শুক্রবার রাতে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নির্দেশটি জারি করা হয়েছে। এই বেসরকারি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে মেহেরপুরের নাইটেঙ্গেল হাসপাতাল, কিওর ডায়াগনস্টিক সেন্টার, গ্রীন হিলস হাসপাতাল এবং ক্লাব রোডের সিটি হেলথ কেয়ার। বলা হয়েছে, নির্দেশটি পাওয়ার পর থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত হাসপাতালে সব ধরনের পরিষেবা বন্ধ থাকবে। শুধুমাত্র যেসব রোগীরা চিকিৎসাধীন রয়েছেন তাদের পরিষেবা চালু রাখা যাবে।
চিকিৎসক ওরিনা রাহা হাসপাতালে থাকার সময় যেসব চিকিৎসক-নার্স বা অন্যান্য স্বাস্থ্য কর্মী ছিলেন প্রত্যেক ব্যক্তিকেই তার কন্টাক্ট ট্রেসিংয়ের আওতায় ধরা হচ্ছে। ফলে তাদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন করা হবে, পাশাপাশি প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা হবে।
নির্দেশটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পৌঁছানোর পর থেকে আগামী ৭২ ঘন্টা হাসপাতালে ভিতরে কেউ প্রবেশ করতে পারবেন না এবং যারা ভিতরে রয়েছেন তারা বাইরে আসতে পারবেন না। সরকারি নিয়ম অনুযায়ী সবকটি স্বাস্থ্যকেন্দ্রকে স্যানিটাইজ করা হবে। এই নির্দেশ অমান্য করলে হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে প্রশাসন, এমনটাই জানানো হয়েছে।
স্বাস্থ্যবিভাগের আধিকারিক সুমন চৌধুরী জানিয়েছেন, ওরিনা রাহা একজন চিকিৎসক হয়ে যেভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তাতে পুরো স্বাস্থ্য বিভাগ অত্যন্ত হতাশ। আমরা শুনেছি চিকিৎসক ওরিনা রাহা দিল্লি থেকে ফেরত তার বোনের সংস্পর্শে এসেছেন। এরপর তিনি প্রাইভেট চেম্বারে অনেক রোগী দেখেছেন। ফলে কন্টাক্ট ট্রেসিংয়ে কাছাড় জেলা শহর হাইলাকান্দি এবং করিমগঞ্জের মানুষের নাম উঠে আসছে। তার সংস্পর্শে এসে এখন পর্যন্ত ছয় ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এদিকে ৫০ জনের বেশি লোকের নাম কন্টাক্ট ট্রেসিংয়ে উঠে এসেছে। এদের প্রত্যেকের সোয়াব পরীক্ষা করার পর হয়তো আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি বৃদ্ধি পেতে পারে। পজিটিভ হওয়ার পর চিকিৎসকটি তার কন্টাক্ট হিস্ট্রি পুরোপুরিভাবে জানাননি, কিছুটা চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে যেখানে তিনি প্রাইভেট প্র্যাকটিস করতেন সেই চেম্বার থেকে তথ্য নিয়ে কন্টাক্ট ট্রেসিং চলছে।
এদিকে, রংপুর এলাকার সুপ্রীতি পালের সংস্পর্শে আসায় জানিগঞ্জ এলাকায় ভারত হার্ডওয়ার নামের দোকান বন্ধ করা হয়েছে। জানা গেছে, শিলচর শহরে জানিগঞ্জ এলাকায় ভারত হার্ডওয়ার নামের দোকানের সঙ্গে যোগাযোগ ছিল সুপ্রীতি পালের পরিবারের লোকের, ফলে দোকানটি সিল করে দেওয়া হয়েছে। সরকারিভাবে নোটিশ জারি করে একে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও জেলার আরও কয়েকটি এলাকা কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এর মধ্যে রয়েছে জিসি কলেজ সংলগ্ন প্রস্তুতি অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টের পাঁচ ব্যক্তি শুক্রবার পজিটিভ হয়েছেন, এর আগে আরো দুইজন পজিটিভ ছিলেন।
Comments are closed.