Also read in

যানবাহন চলাচলে জোড়- বেজোড় পদ্ধতি তুলে নিল কাছাড় জেলা প্রশাসন, কার্যকরী হচ্ছে সোমবার থেকে

করোনা সংক্রমণ রুখতে কাছাড়ের জেলা প্রশাসন বিগত ৬ মে এক আদেশবলে জেলায় যানবাহন চলাচলের ক্ষেত্রে জোড়-বেজোড় নীতি প্রণয়ন করেছিল। অবশেষে এই নির্দেশ প্রত্যাহার করা হলো। শনিবার এবং রবিবার লক ডাউন থাকায় আগামী সোমবার থেকে যানবাহন চলাচলের ক্ষেত্রে কাছাড় জেলায় জোড় বেজোড়ের বিধি নিষেধ তুলে নেওয়া হল।

শুক্রবার জেলা সড়ক সুরক্ষা কমিটির সভায় এই নিয়ম প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় । অটো মালিক সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য এই খবরে সন্তোষ ব্যক্ত করেছেন ।

উল্লেখ্য, আনলক পর্যায়ে ও জোর বেজোড় নীতি চালু রাখায় ক্ষোভ প্রকাশ করেছিল অটো মালিক সংস্থা এবং অন্যান্য সংগঠন।।কাছাড় অটো ওনার্স’ এসোসিয়েশন কোঅর্ডিনেশন কমিটির সভাপতি বিকাশ ভট্টাচার্য এবং অটো মালিক সংস্থার রণজিৎ সাহা দিন তিনেক আগে পরিবহন নিগমের কার্যালয়ের সামনে ভিক্ষার ঝুলি নিয়ে ধর্নায় বসার হুমকি দিয়েছিলেন। তাছাড়া ই-রিক্সা অ্যাসোসিয়েশনের তরফ থেকেও ক্ষোভ প্রকাশ করা হয়েছিল।

এই বিধি-নিষেধ প্রত্যাহারের ফলে শহরের যানজট আবার আগের মতো জটিল রূপ ধারণ করবে, তা বলাই বাহুল্য। করোণা আবহে যানজট এড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে তা দেখার বিষয়।

Comments are closed.