Also read in

কোভিড-১৯ : সংক্রমণ রুখতে কাছাড় জেলার আরও কয়েকটি স্থান কনটেইনমেন্ট জোন ঘোষিত

জেলার বিভিন্ন স্থানে কোরনা সংক্রমনের ঘটনার পরিপ্রেক্ষিতে কাছাড় জেলা প্রশাসন নতুন করে আরও বেশ কয়েকটি স্থানকে কন্টাইন্মেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে।

এগুলোর মধ্যে রয়েছে শহরের কেন্দ্রস্থলে রাঙিরখাড়ি এলাকার ভোলাগিরি আশ্রম রোডের মনিশ কুমারের বাসগৃহ । উল্লেখ্য,  মনিশ কুমারের স্ত্রী ৩৪ বছর বয়স্ক সুধা সিংহ এবং ১৫ মাসের শিশুকে মঙ্গলবার কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছিল ।

কনকপুর প্রথম খন্ডের শরৎপল্লী এলাকার ২৭ বছর বয়স্ক নবিউল ইসলাম লস্কর মঙ্গলবার কোভিড পজিটিভ আসার পর তাদের বাসগৃহ ও কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

তারা গ্যাস এজেন্সির সন্নিকটস্থ চিরুকান্দি, রামনগর এলাকার ৩২ বছর বয়স্ক বিজন দাস কোভিড পজিটিভ আসায় উনার বাসগৃহকে ও কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়।

কাছাড় জেলার দিলখুশ চতুর্থ খন্ডের খালেদ হোসেন করোনা সংক্রমিত হওয়ায় উনার বাসা গৃহ কনটেন্ট জোন হিসেবে পরিগণিত হবে।

উল্লেখিত স্থান গুলি সিল করে দেওয়া হয়েছে এবং কনটেইনমেন্ট জোন সংক্রান্ত সকল বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। উক্ত আদেশ গুলোতে বিনা অনুমতিতে ঐ স্থানগুলোতে প্রবেশ বা নির্গমন ও নিষিদ্ধ করা হয়েছে।

Comments are closed.