মানবেন্দ্র দেব রায় বদলি, কাছাড় জেলার নতুন এসপি হিসেবে আসছেন ভানোয়ার লাল মিনা
পুলিশ প্রশাসনের উচ্চস্তরে ঘনঘন বদলি হচ্ছে কাছাড় জেলায়। জেলার বর্তমান পুলিশ অধিক্ষক মানবেন্দ্র দেবরায় কাহিলি পাড়াস্থিত ১০ নং আসাম পুলিশ ব্যাটেলিয়নে বদলি হয়ে যাচ্ছেন। দেবরায়ের স্থলাভিষিক্ত হচ্ছেন ২০১৩ সালের আসাম ক্যাডার আইপিএস অফিসার ভানোয়ার লাল মিনা ।
ভানোয়ার লাল মিনা বর্তমানে সদিয়া জেলায় কর্মরত আছেন। এর আগে তিনি পশ্চিম গুয়াহাটির জিসিপি হিসেবে এবং স্পেশাল ব্রাঞ্চেও কাজ করেছেন।
করিমগঞ্জ জেলার এসপি হিসেবে কর্মরত মানবেন্দ্র রায় ২০১৯ সালের ১৩ ডিসেম্বর কাছাড় জেলার এসপি হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন। তিনি তখন রাকেশ রোশনের কাছ থেকে দায়িত্বভার সমঝে নেন। মানবেন্দ্র দেব রায় ১৯৯৫ সালের ব্যাচের এপিএস।
Comments are closed.