কোভিড-১৯: সংক্রমণ ঠেকাতে কনটেনমেন্ট জোন ঘোষিত হল সুস্মিতা দেবের তারাপুরস্থিত বাসগৃহ
জেলা প্রশাসন এক আদেশবলে শিলচরের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবের তারাপুর, কালীমোহন রোড স্থিত বাসভবনকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছেন ।
উক্ত আদেশে বলা হয়েছে, উত্তরে: নৃত্যময়ী স্কুল ; দক্ষিনে এ এম সিংহের বাসগৃহ; পূর্বে কালীমোহন রোড এবং পশ্চিমে প্রসেনজিৎ দেবের বাসগৃহ – এই ভৌগলিক সীমানার অভ্যন্তরের স্থানকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল।
এর পরিপ্রেক্ষিতে, কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যে, আসামের রাজ্যপাল প্রদত্ত ক্ষমতার অধীনে উক্ত ভৌগলিক সীমানার ভেতরে নিম্নলিখিত এলাকাগুলো সিল করা হয়েছে ।
উক্ত এলাকাগুলিতে নিম্নলিখিত বিধিনিষেধ আরোপ করা হয়েছে:
১. প্রবেশ ও প্রস্থান পয়েন্ট সুনির্দিষ্ট থাকবে।
২. ঘোষিত এলাকায় পূর্ব অনুমতি ব্যতীত কাউকে প্রবেশ ও প্রস্থান করতে দেওয়া হবে না।
৩. যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
৪. চিকিৎসা , প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা ব্যতীত কোনও কিছু চলাচলের অনুমতি নেই।
৫. অনির্ধারিত মানুষকে চলাফেরা করতে অনুমতি দেওয়া হবে না l
৬. আইডিএসপি-এর মাধ্যমে মানুষকে চলাফেরা করতে ট্রানজিট রেকর্ড করে অনুসরণ করতে হবে।
৭. সামাজিক দূরত্ব সম্পর্কিত সমস্ত বিধিবদ্ধ নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে l
উল্লেখ্য, গতকাল শিলচরের প্রাক্তন সাংসদের সোয়াব টেস্ট পজিটিভ আসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments are closed.