সার্ভিলেন্স ডিউটিতে থাকা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের একজন জুনিয়র ডাক্তার কোভিড পজিটিভ
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের একজন জুনিয়র ডাক্তার, শতাব্দী দাস করোনা আক্রান্ত হয়েছেন; আসাম টার্গেটেড সার্ভিলেন্স প্রোগ্রামের অধীনে নেওয়া সোয়াব টেস্টের রেজাল্ট আজ পজিটিভ এসেছে।
মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডঃ ভাস্কর গুপ্ত জানিয়েছেন যে, ডঃ শতাব্দী দাস শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ছিলেন না , তাকে ডেপুটেশনে সার্ভিলেন্স ডিউটিতে উদারবন্দ এলাকায় পাঠানো হয়েছিল। ঘরে ঘরে গিয়ে জ্বর,আইএলআই প্রভৃতি পরীক্ষা কার্যসূচীর সাথে যুক্ত ছিলেন ডঃ দাস। কোভিভ সনাক্ত হওয়ার উনাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি উনার কোন ভ্রমণ ইতিবৃত্ত নেই বলে জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল।
ডক্টর দাসের সংস্পর্শে আসা সকল ব্যক্তিদেরকেও কোভিড টেস্ট করা হবে।
ডক্টর গুপ্তা আরো জানান, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তিন জন রোগী আইসিইউতে রয়েছেন এবং এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সম্প্রতি কাছাড় তথা বরাক উপত্যকায় কোভিড আক্রান্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে চলেছে। যার জন্য কোভিড ব্লকে আইসিইউ এর সংখ্যা দুই থেকে বাড়িয়ে ১০ টি করা হবে।
ডক্টর ভাস্কর গুপ্ত আরও জানিয়েছেন যে, বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ব্লকে ১১৭ জন রোগী রয়েছেন
Comments are closed.