Also read in

মৃত্যুর কোলে ঢলে পড়লেন 'কোভিড পজিটিভ' শিবালিক পার্কের মালা দত্ত মজুমদার

৪৭ বছর বয়স্ক মেহেরপুর (ইট ভাটা গলি) শিবালিক পার্কের বাসিন্দা মালা দত্ত মজুমদার শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিনি মধুমেহ রোগে আক্রান্ত হয়ে মেহেরপুরের ভ্যালি হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। উনার কিডনিতে কিছু জটিলতা দেখা দেওয়ায় বৃহস্পতিবার তাকে মেডিল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় মেডিল্যান্ড হাসপাতালের ডাক্তাররা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেন। মেডিল্যান্ড হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মালা দত্ত মজুমদারকে ‘ক্রনিক কিডনি ডিজিজ, একিউট কিডনি ইঞ্জুরি (একেআই) উইথ সেপসিস’ এর জন্য মেডিল্যান্ডে ভর্তি করা হয়েছিল।

শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর দত্তমজুমদারকে অ্যান্টিজেন রেপিড টেস্ট (তাড়াতাড়ি ফলাফল জানার কোভিড টেস্ট) করা হয়। “কোন ধরনের চিকিৎসা শুরু করার আগেই উনার কোভিড টেস্ট পজিটিভ আসে এবং তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন”, জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের একজন আধিকারিক। ঐ আধিকারিক জানান যে এটা কোভিডের জন্য মৃত্যু কিনা তা তৎক্ষণাৎ সুনিশ্চিত করা যাচ্ছে না। “রাজ্যস্তরে এক অডিট বোর্ড রয়েছে, ওরা ঘোষণা করবে এটা কোভিড মৃত্যু কিনা”।

কাছাড় জেলায় মৃত্যুর পর কোভিড পজিটিভ আসার এটি তৃতীয় ঘটনা। নরসিংপুর নিবাসী ৮৫ বছর বয়স্ক শান্তি নাথ এবং শিলচর জানিগঞ্জ এলাকার ৭০ বছর বয়স্ক নারায়ন মিত্রের মৃত্যুর পর রিপোর্ট পজিটিভ এসেছিল; তাদেরকে করোণায় মৃত বলে পরিগণিত করা হয়নি। তবে মালা দত্ত মজুমদারকে মৃত্যুর আগেই কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছিল।

মালা দত্ত মজুমদারের মৃত্যুকে কোভিড মৃত্যু হিসেবে পরিগণিত করা হবে কিনা এটা রাজ্য স্তরের অডিট বোর্ডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

Comments are closed.