
বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের প্লাজমা থেরাপি সম্পন্ন হল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে
আসাম বিধানসভার উপাধ্যক্ষ কথা সোনাই এলাকার এমএলএ আমিনুল হক লস্কর কোভিড পজিটিভ সনাক্ত হয়েছিলেন তিনদিন আগে। শারীরিক অসুস্থতার জন্য পরীক্ষা নিরীক্ষা করার পর তার দেহে কোরনা সংক্রমণ ধরা পড়েছিল। তারপরই তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যায় উনার প্লাজমা থেরাপি সাফল্যজনক ভাবে সম্পন্ন হল মেডিকেল কলেজ হাসপাতালেই। এই প্লাজমা দান করেছিলেন গুয়াহাটির একজন কোভিড বিজয়ী এবং আমিনুল হক লস্কর হচ্ছেন বরাক উপত্যকায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি যাকে প্লাজমা দেওয়া হল।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার আমাদের জানিয়েছেন যে, এক ইউনিট ২০০ মিলিলিটার প্লাজমা উপাধ্যক্ষের দেহে প্রয়োগ করা হয়েছে এবং তাকে তত্ত্বাবধানে রাখা হয়েছে।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের খুব শিগগিরই প্লাজমা গ্রহণ ও করা হবে। আগামী ৩রা আগস্ট এই উপলক্ষে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল মেশিন বসানো হচ্ছে, জানালেন কর্তৃপক্ষ। এর পরই সংশ্লিষ্ট সকলকে প্লাজমা সংগ্রহ করার ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর শুরু হবে প্লাজমা গ্রহণ করা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, করিমগঞ্জ জেলা থেকে পাঁচজন ইতিমধ্যেই প্লাজমা দান করার জন্য স্বীকৃতি জানিয়েছেন এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এই ব্যবস্থা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন।
গত মঙ্গলবার শিলচরের সাংসদ রাজদীপ রায় জানিয়েছিলেন যে, বিধানসভার উপাধ্যক্ষ এবং উনার গাড়ীর চালকের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। সাংসদ আরও জানিয়েছিলেন যে, উপাধ্যক্ষ ডায়াবেটিস রোগে ভুগছেন এবং বিশেষজ্ঞ ডাক্তাররা সবকিছু যার বিবেচনা করে যথাযথ চিকিৎসা করবেন।
Comments are closed.