Also read in

চারদিনের মাথায় মালুগ্রাম এলাকা থেকে উঠিয়ে দেওয়া হল কার্ফু, থাকবে পুলিশের টহলদারি

ঈদের দিন থেকে শুরু হওয়া ছোটখাটো ঘটনার পরিপ্রেক্ষিতে ২ আগস্ট রবিবার রাতে মালুগ্রাম ঘনিয়ালা এলাকায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। একসময় পরিস্থিতি খানিকটা গোষ্ঠী সংঘর্ষের দিকে এগিয়ে গেলে পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের সাহায্য সেটা সামাল দেওয়া হয়। পরবর্তীতে এলাকা জুড়ে কার্ফু জারি করা হয়।

তবে রবিবার রাতের পর এলাকায় আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটায় শুক্রবার কার্ফু উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। জেলাশাসকের পক্ষ থেকে এক নির্দেশ জারি করে বলা হয় এদিন সকাল ছয়টা থেকে কার্ফু উঠিয়ে দেওয়া হয়েছে। তবে শহরের অন্যান্য এলাকার মতো সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রতিদিনের কার্ফু বহাল থাকবে।

এদিন জেলাশাসক কার্যালয়ের পক্ষ থেকে এক নির্দেশ জারি করে বলা হয়েছে, যেহেতু কার্ফু চলাকালীন এলাকায় কোনও ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ফলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে। এমন অবস্থায় আর কার্ফু রাখার প্রয়োজন থাকছে না। তবে কোভিড প্রটোকল অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফু বলবৎ থাকবে।

মালুগ্রাম পুলিশ থানার পক্ষ থেকে আনন্দ মেধী জানিয়েছেন, কার্ফু উঠে গেলেও এলাকায় পুলিশ টহলদারি আগের মতই থাকবে। পরিস্থিতি বিবেচনা করে বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছিল। তারা পুরো এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহলদারি করছেন। আপাতত এই টহলদারি থাকবে এবং কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা দেখা দিলে তারা সামাল দেবেন।

কার্ফু উঠিয়ে দেওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার এলাকায় মাইকের মাধ্যমে নির্দেশটির কথা ঘোষণা করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিক প্রবাল দেব এবং তার সহযোগীরা প্রক্রিয়া সম্পন্ন করেন।

Comments are closed.

error: Content is protected !!