শিশু সুরক্ষা অধিকারের সদস্যের শিলচর সফর, দেখা করবেন কাজিডহরের ৫ মাস বয়সী শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে
অসম রাজ্য কমিশন ফর চাইল্ড রাইটস প্রটেকশন (এএসসিপিসিআর)’র সদস্য অজয় কুমার দত্ত বৃহস্পতিবার শিলচর সফরে আসবেন। সেইসঙ্গে অজয় কুমার দত্ত সোনাইয়ের কাজিডহর পরিদর্শন করবেন, যেখানে পাঁচ মাস বয়সী একটি বাচ্চা ছেলেকে অপহরণ করা হয়েছিল এবং পরে এ মাসের শুরুর দিকে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছিল। এ ঘটনায় পুলিশ সরাসরি জড়িত অপরাধীদেরকে গ্রেফতার করেছে।
প্রশাসনের সূত্র থেকে জানানো হয়েছে, অজয় কুমার দত্ত গ্রামে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করবেন। তার সাথে দক্ষিণাঞ্চলের ডিআইজি দিলিপ কুমার দে, পুলিশ সুপার বনোয়ারিলাল মিনা এবং অতিরিক্ত এসপি’র থাকার কথা রয়েছে।
এএসসিপিসিআর সদস্য অতিরিক্ত জেলা উপায়ুক্ত, সমাজকল্যাণ বিভাগের আধিকারিক এবং ডিসিপিওর সাথে সার্কিট হাউসে একটি বৈঠক করবেন। কাছাড়ের জেলা শিশু সুরক্ষা কর্মকর্তা মৃণাল কান্তি শইকিয়াকে এএসসিপিসিআর সদস্যের প্রোটোকল কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সূত্র মতে, এএসসিপিসিআর কাছাড়ের পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন। সম্প্রতি হাইলাকান্দিতে চাইল্ডলাইন ইন্ডিয়ার কর্মকর্তারা একটি পরিত্যক্ত শিশুটিকে উদ্ধার করেন। তারপর নবজাতক শিশুটিকে শিলচরের নিবেদিতা নারী সংস্থা সোসাইটিতে স্থানান্তরিত করা হয়। দুদিন পর নবজাতক শিশুটির কোভিড পজিটিভ ধরা পড়ে।
সুত্রমতে, নিবেদিতা সোসাইটির ম্যানেজমেন্ট কাছাড়ের জেলা প্রশাসনের ব্যবহারে বিরক্ত হয়ে অসম রাজ্য কমিশন ফর চাইল্ড রাইটস প্রটেকশনের কাছে বিস্তারিত মেইল করেন। সূত্রের খবর অনুসারে, কমিশনের সদস্য অভিযোগ স্বীকার করে সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে চিঠি দিয়ে বলেন, প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুসারে বাচ্চাটির প্রতি প্রয়োজনীয় চিকিৎসার সহায়তা প্রদান করা হোক।
অভিযোগে প্রকাশ, কাছাড় প্রশাসন শিশুটির প্রতি কোনো সহায়তা প্রদান করেনি। প্রশাসনের আধিকারিক অবশ্য বলেন যে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসা ঠিকমত চলছে কিনা তা দেখার জন্য নিবেদিতা সোসাইটির ভবনে গিয়েছিলেন। ওই কর্মকর্তা জানান, শিশুটিকে হাইলাকান্দিতে উদ্ধার করা হয়েছে এবং কাছাড় জেলা প্রশাসনকে তার স্থানান্তরের ব্যাপারে কিছু জানানো হয়নি।
এদিকে স্বাস্থ্য বিভাগের যুগ্ম-পরিচালক, কাছাড় জানিয়েছেন যে শিশুটি সুস্থ হয়ে উঠেছে।
Comments are closed.