Also read in

রহস্যজনকভাবে লাশ উদ্ধার সোনাই'র কুখ্যাত ডাকাত জয়নাল উদ্দিনের

রহস্যজনকভাবে লাশ উদ্ধার হল কুখ্যাত ডাকাত জয়নাল উদ্দিনের। শুক্রবার সোনাই এলাকার বাগপুর দ্বিতীয় খন্ডের বাইপাস সড়কে উদ্ধার হয় জয়নালের মৃতদেহ।

জানা গেছে, নিয়াইরগ্রাম-বাগপুর বাইপাস সড়ক সংলগ্ন বাটিলা হাওরে উদ্ধার করা এই মৃতদেহ নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ। সন্দেহ করা হচ্ছে, কেউ হত্যা করে তাকে এভাবে ফেলে রেখে চলে গেছে। ডালই মিয়ার পুত্র কুখ্যাত ডাকাত জয়নাল উদ্দিনের মৃতদেহ স্থানীয় জনগণ আজ দুপুরে প্রত্যক্ষ করেন। সঙ্গে সঙ্গে ভিড় জমে যায় ঘটনাস্থলে। খবর পাঠানো হয় পুলিশের কাছে। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়। মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য, জয়নাল উদ্দিনের ঘর সোনাই সমষ্টির বাগপুর প্রথম খন্ডে। দীর্ঘদিন ধরে সোনাই এলাকায় এক সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল সে । ডাকাতির অভিযোগে তাকে বারবার জেলেও যেতে হয়েছে। এখানে আরো উল্লেখ করা যেতে পারে, জয়নালের অন্য এক ভাই মায়াজুল হককে সোনাবাড়িঘাট দ্বিতীয় খন্ডে গত পাঁচ মাস আগে গণধোলাইয়ে প্রাণ হারাতে হয়েছিল। এখন জয়নালের লাশ উদ্ধারে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Comments are closed.

error: Content is protected !!