Also read in

শিলচরের হোটেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা বিএসএফ জওয়ানের, এবার মৃতদেহের কোভিড পরীক্ষা

শিলচরের নিউ ময়ূর হোটেলে সরকারি কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় রহস্যজনকভাবে আত্মহত্যা করলেন এক বিএসএফ জওয়ান। পুলিশ সূত্রে খবর অনুযায়ী তিনি শুক্রবার বিমানে শিলচরে আসেন এবং নিয়ম অনুযায়ী তাকে শহরের নিউ ময়ূর হোটেলে সরকারি কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে শনিবার দুপুরে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়।

হোটেলের রেকর্ডে থাকা তথ্য অনুযায়ী ১৩১ বিএসএফ এর জওয়ানটির নাম কে রবি কুমার। হোটেলের ম্যানেজার জানিয়েছেন, “শুক্রবার সরকারি নির্দেশে তাকে হোটেলে একটি কামরা দেওয়া হয়েছিল। শনিবার তাকে আমরা একবারই দেখেছিলাম তিনি নিচে নেমে এসে চা চেয়েছিলেন। পরে তাকে সকালের খাবার দিতে গেলে তিনি ভিতর থেকেই বলেন, খাবেন না। দুপুরে তাকে খাবার দেওয়ার জন্য ডাকাডাকি করলে দরজা খোলেন নি। অনেক চেষ্টার পর কোন সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভাঙ্গা হয় এবং তার ঝুলন্ত মৃতদেহ চোখে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়, তারা এসে মৃতদেহ নামান। ”

পুলিশের তরফে সদর থানার ওসি দিতুমনি গোস্বামী জানিয়েছেন, মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এর আগে তার কোভিড পরীক্ষা করা হবে। যদি করোনা পজিটিভ পাওয়া যায় তাহলে হয়তো ময়নাতদন্ত হবেনা। মৃতদেহ অডিট বোর্ডের মাধ্যমে সৎকারে পাঠানো হবে। এদিকে জওয়ানের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছে। স্থানীয় বিএসএফ আধিকারিকরা কাজটি করছেন।

জানা গেছে, তিনি অন্ধ্রপ্রদেশ থেকে শিলচরে আসেন। এখান থেকে মিজোরামের লুংলে যাওয়ার কথা ছিল, সেখানেই তার পোষ্টিং রয়েছে। যেহেতু বিমানে এসেছেন তাই সরকারি কোয়ারেন্টাইনে থেকে আগামীতে যাত্রা করতেন। কিন্তু এর আগেই কোনও অজ্ঞাত কারণে আত্মহত্যা করেন। এর পিছনে কি কারণ রয়েছে সেটাও খোঁজার চেষ্টা করছে পুলিশ।

Comments are closed.