Also read in

এবার হাইলাকান্দি জেলায় লকডাউনের বিধিনিষেধ জানালেন উপায়ুক্ত মেঘ নিধি দাহাল

কাছাড় জেলার পর বরাক উপত্যকার হাইলাকান্দি জেলায় ও আগামী ২৭ আগষ্ট থেকে লকডাউনের বিধিনিষেধ ঘোষণা করলেন উপায়ুক্ত মেঘ নিধি দাহাল।

উক্ত ঘোষণা পত্রে জানানো হয়েছে, বর্তমান সময়ে কোভিড – ১৯ এর সংক্রমণ রোধে জনস্বার্থে হাইলাকান্দি জেলা দণ্ডাধীস তথা জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগের চেয়্যারম্যন শ্রীযুক্ত মেঘ নিধি দাহাল এক নির্দেশে আগামী ২৭ আগষ্ট ২০২০ ইংরেজি ভোর পাঁচটা থেকে পরবর্তী ৪ সেপ্টেম্বর, ২০২০ ইংরেজী মধ্যরাত (১২টা) পর্যন্ত জেলা বাসীকে মেনে চলতে বিভিন্ন বিধি নিষেধ জারি করেছেন।

নির্দেশনা অনুযায়ী হাইলাকান্দি পৌরসভা, লালা টাউন কমিটি এলাকাধীন বিভিন্ন এলাকার ঔষধের দোকান ছাড়া সবধরনের দোকান পাট পুরোপুরি বন্ধ থাকবে।

এছাড়াও এই নির্দেশনার অন্তর্গত রয়েছে আলাগাপুর রাজস্ব চক্র এলাকাধীন যথাক্রমে কাটাখাল বাজার, পাঁচগ্রাম বাজার, জানকীবাজার বাজার, আলগাপুর তেমাথা বাজার ও আলগাপুর বাজার; হাইলাকান্দি রাজস্ব চক্রের অন্তর্গত বোয়ালিপার বাজার, মাটিজুরি বাজার, সামারিকোনা বাজার, টেমপুর বাজার ও বাউরঘাট বাজার; লালা রাজস্ব চক্রের অন্তর্গত আয়নাখাল বাজার, কৃষ্ণপুর বাজার, কালাছড়া বাজার, মনাছড়া বাজার ও বিলাইপুর বাজার; কাটলিছড়া রাজস্ব চক্রের অন্তর্গত সাহাবাদ বাজার, ঘাড়মোড়া বাজার, কারিছড়া বাজার, মনিপুর বাজার ও রামনাথ পুর বাজার। ঐসব এলাকা ও সম্পূর্ণ বন্ধ থাকবে, অবশ্য খোলা থাকবে ঔষধের দোকান।

তাছাড়া, উল্লেখিত এলাকার বাইরে জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে আশপাশে অন্য কোন দোকান নেই, সেই সব দোকান সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এছাড়া ও জেলার প্রতিটি সাপ্তাহিক, অর্ধ সাপ্তাহিক, দৈনিক কিংবা প্রতিদিন সকাল- বিকাল চলা হাটবাজার সম্পূর্ণ বন্ধ থাকবে

জেলার প্রত্যেক সরকারি কার্যালয়, প্রতিষ্ঠান সমূহ, ব্যাঙ্ক সমূহ, বিত্তীয় প্রতিষ্ঠান খোলা থাকবে, ডাক পরিষেবা (পোস্ট অফিস), কোরিয়ার পরিষেবা এবং অনলাইন ব্যাবসায়িক পরিষেবা যথারীতি কোভিড প্রটোকল মেনে চালু থাকবে।
জেলার ওয়ার হাউস সমূহ কার্যকর থাকবে এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ ও জারি থাকবে।
জেলায় সবধরনের নির্মাণ কার্য, কৃষি, চা বাগান ও শিল্প কারখানা যথারীতি খোলা থাকবে।

আন্তঃ রাজ্য ও আন্তঃজেলা ভিত্তিক যাতায়াতে যাত্রী ও পন্যবাহী বাহন চলাচলে পৃথক অনুমতি পত্র নিতে হবে না।
জেলার বিভিন্ন সরকারী প্রাথমিক চিকিৎসা কেন্দ্র সহ কোভিড টেস্টিং সেন্টারে যথারীতি সকাল সাড়ে ন’টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত লালারসের নমুনা সংগ্রহ করা হবে। এতে নাগরিকদের স্বেচ্ছায় এগিয়ে আসতে ও অনুরোধ জানানো হয়েছে।
বিভিন্ন কোভিড টেস্টিং সেন্টারে যাতায়াত ও প্রতিযোগিতা মূলক পরীক্ষা যেমন JEE, NEET ইত্যাদি পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে প্রয়োজনে স্থানীয় বাহন যেমন – ই রিকশা ব্যাবহার করা যাবে, কিন্তু সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা বাঞ্ছনীয়

উল্লেখিত নির্দেশনা সমূহ কঠোরভাবে ভাবে জেলা জুড়ে ২৭ আগষ্ট ভোর পাঁচটা থেকে ৪ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে। নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলা আইন -২০০৫ এর অন্তর্গত ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Comments are closed.