এখন পর্যন্ত ১১৮ জন কোভিড পজিটিভ, গত ২৪ ঘন্টায় শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু ৬
জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাছাড়ে আজ এখন পর্যন্ত ১১৮ জন কোভিড পজিটিভ হয়েছেন।এদিকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মাইক্রোবায়োলজি বিভাগের সেম্পোল টেস্টের সংখ্যা এখন পর্যন্ত ৮০ হাজার ছাড়িয়ে গেছে।টেস্টের সংখ্যাটি বর্তমানে ৮০২২৮ য়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে গত ২৪ ঘন্টায় অনেকজন ছাড়া পেয়েছেন। প্রথমবারের মতো সেই তুলনায় ভর্তি হয়েছেন কম। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডা: ভাস্কর গুপ্ত জানান, গত ২৪ ঘন্টায় ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে ২৭ জন রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে, শুধুমাত্র উপসর্গ থাকা রোগীদের মেডিক্যাল কলেজে চিকিৎসা করা হয়, অন্যদের কোভিড কেয়ার সেন্টারে স্থানান্তরিত করা হয়।
রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে জানাতে গিয়ে ডা: গুপ্ত বলেন, মেডিক্যাল কলেজের আইসিইউ’র ষোলো’টির সবগুলো বেডে রোগী রয়েছেন এবং তিনজনকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। উপাধ্যক্ষ আরো জানান, ২১ জন রোগীর অবস্থা গুরুতর। কিন্তু মেডিক্যাল কলেজের আইসিইউ’তে কোনও শয্যা খালি না থাকায় এর মধ্যে ১০ জনকে কোভিড ওয়ার্ডে রাখা হয়েছে। বর্তমানে ২৭২ জন রোগী কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
গত ২৪ ঘন্টায় শিলচর মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে ছয় জন রোগী মারা গেছেন বলে জানানো হয়। তাদের মধ্যে পাঁচজন কাছাড় জেলার এবং অন্য একজন করিমগঞ্জের বলে ডা: গুপ্ত উল্লেখ করেন।
Comments are closed.