Also read in

১৫৯ জন পজিটিভ কাছাড়ে, গত ২৪ ঘন্টায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ২

কাছাড় জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজকের দিনে এখন পর্যন্ত ১৫৯ জনকে কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৪২ জন রেপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে ধরা পড়েছে।

তবে যেটা কিছুটা স্বস্তির সংবাদ তা হল বিগত ২৪ ঘন্টায় ২২ জন রোগী সুস্থ হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ছাড়া পেয়েছেন, যেখানে ১২ জন নতুন রোগীকে ভর্তি করতে হয়েছে।

যাই হোক, সংকটজনক অবস্থায় রোগীর সংখ্যা এখনও বেশ কিছু রয়েছে, যা রীতিমতো উদ্বেগজনক। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উপাধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত জানিয়েছেন যে, বর্তমানে ২১ জন রোগী সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। কোভিড রোগীদের জন্য আইসিইউ-তে বিছানার ব্যবস্থা রয়েছে ১৬টি এবং সবগুলোই পুরোপুরি ভর্তি। যার জন্য পাঁচ জন রোগীকে কোভিড ওয়ার্ডে রেখেই চিকিৎসা করতে হচ্ছে।

ডক্টর গুপ্ত আরো জানান, ৪ জন রোগী ভেন্টিলেশনে রয়েছেন। বর্তমানে ২৬২ জন রোগী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উপাধ্যক্ষ আরো যোগ করেন, গত ২৪ ঘন্টায় ২ জন রোগী কোভিড ওয়ার্ডে মৃত্যুবরণ করেছেন।

আছ জেলা উপায়ুক্ত কীর্তি জাল্লি শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে কাজের প্রগতি পর্যবেক্ষণ করেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রাজ্য মন্ত্রী পীযূষ হাজারিকার জানিয়েছিলেন যে, কোভিড ওয়ার্ডের আই সি ইউ আরো বড় করে চৌদ্দটি আরো নতুন বিছানার ব্যবস্থা করা হবে খুব শিগগিরই। জেলা উপায়ুক্তের মেডিকেল কলেজ পরিদর্শন ঐ আইসিইউ’র পরিসর বৃদ্ধি নিয়েই বলে জানা গেছে।

Comments are closed.