Also read in

বরাক উপত্যকা থেকে ১২৯০ কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ

পুলিশ সম্প্রতি দুটি অপারেশনে ১২৯০ কেজির গাঁজা উদ্ধার করেছে যেটা সম্ভবত তাদের সাফল্যগুলির মধ্যে অন্যতম। দুটো অপেরাশনেই গাঁজাগুলোকে ট্রাকের গোপন চেম্বারে রেখে বহন করা হচ্ছিলো।

গত ২০ মার্চ গভীর রাত্রে দিগরখাল বাজারে একটি ট্রাক আরেকটি দাড় করানো ট্রাককে সজোরে ধাক্কা মারে।গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, এবং চালক আর হেনডিম্যান গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থলে থেকে উদ্ধার হওয়া ট্রাকটিতে কোনো জিনিস পাওয়া যায়নি। কিন্তু ২৩শে মার্চ একটি সূত্র থেকে খবর আসে যে ট্রাকটিতে একটি গোপন চেম্বার রয়েছে কেবিন এবং ট্রাকটির বডির মধ্যে।আমাদের সূত্রটি আরো জানায় যে, অনুসন্ধানের মাধ্যমে সেই ট্রাক থেকে অনেক গাঁজার প্যাকেট এবং একটি বাদামি রঙের টেপ পাওয়া যায়। গাঁজার প্যাকেটগুলির মোট ওজন ৯৩০ কেজি অনুমান করা হয়েছে।

দ্বিতীয় খোলাসায় জানা যায় যে নির্দিষ্ট খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বাহিনী নম্বরবিহীন একটি স্বরাজ মাজদা ট্রাকের পিছু ধাওয়া করে ৪৪ নম্বর জাতীয় সড়কে। অনুসন্ধানকারী দলের দ্বারা থামানোয় ট্রাকটির চালক এবং চালক লাফিয়ে নেমে পালিয়ে যায়। ট্রাকটিতে অনুসন্ধান চালানোর পর ৩৬০ কেজি গাঁজা (১৮ প্যাকেট) উদ্ধার করা হয়। ট্রাকের বডির নিচে একটি গোপন কেবিনের ভেতরে প্যাকেটগুলি রাখা ছিল। ট্রাক এবং গাঁজার প্যাকেটগুলি উদ্ধার করার পর এফ.আই.আর দায়ের করা হয় এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত মাসে শিলচর পুলিশ ২ কোটি টাকা মূল্যের WY ড্রাগস উদ্ধার করেছিল। এই ‘শান্তির দ্বীপকে’ যেভাবে চোরাচালানের জন্য ব্যবহার করা হচ্ছ সেটা নিশ্চই এই দ্বীপের বাসিন্দাদের জন্য একটি অশনি সংকেত। তবে এই সাফল্যের জন্য কাছাড় পুলিশ এবং সীমান্ত সুরক্ষা বাহিনী অবশ্যই ধন্যবাদের পাত্র

Comments are closed.