Also read in

বরাকে চাকা বন্ধ হচ্ছে না, তবে নৈতিক সমর্থন রয়েছে অ্যাসোসিয়েশনের

অল আসাম মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আগামী সোমবার, ৫ অক্টোবর থেকে ভাড়া বৃদ্ধি এবং অন্যান্য দাবিতে রাজ্যব্যাপী অনির্দিষ্টকালের চাকা বন্ধের হুমকি দিয়েছে; যার ফলে সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে ।

এদিকে, বরাক উপত্যকার স্থানীয় সংগঠন গতকাল এক বৈঠকে মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে, এই ‘চাকা বন্ধ’ কার্যসূচিতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে না, তবে তাদের নৈতিক সমর্থন রয়েছে।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিশোর কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন যে, তারা অল আসাম মোটর ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের এই আন্দোলন কার্যসূচি কে সমর্থন করেন। কিন্তু রাস্তায় যানবাহন চলাচলে কোন বাধা সৃষ্টি করা হবে না। “বরাক উপত্যকা বাঙালি অধ্যুষিত এলাকা এবং বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের এই উপত্যকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে। তবে আমাদের দাবিদাওয়াগুলো যদি মেটানো না হয়, তাহলে আমরা অদূর ভবিষ্যতে স্ট্রাইকে যেতে পারি”, জানালেন ভট্টাচার্য।

সিটি মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের প্রবক্তা বলেছেন, অর্থনৈতিক দুরবস্থায় অনেক যানবাহনের মালিক তাদের যানবাহন ওজন দরে বিক্রি করে দিয়েছেন। আমরা যদি বন্ধ পালন করে গাড়িগুলোকে গ্যারেজে রেখে দেই, তাহলে আরো যানবাহনের মালিক তাদের যানবাহন বিক্রি করে দিতে বাধ্য হবে। যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যানবাহন চলাচল অব্যাহত থাকবে।

কিশোর ভট্টাচার্য আরো জানান, “বর্তমানে যানবাহনে ৫০ শতাংশ আসন খালি রাখতে হচ্ছে। কিন্তু আমাদের সবগুলো আসনের উপর ১০০% টেক্স দিতে হচ্ছে। এভাবে চললে আমাদের খেয়ে বেঁচে থাকা মুশকিল হবে। ”

তারা জেলা প্রশাসনের কাছে দাবী রেখেছেন, তাদের পূর্বের পাওনা গন্ডা শিগগির মিটিয়ে দেওয়ার জন্য। তাদের আরও দাবি সরকার জন্য ভ্যালিডিটি ৩১, মার্চ ২০২১ পর্যন্ত বাড়িয়ে দেয়।

অ্যাসোসিয়েশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তাদের যানবাহনগুলো বর্তমানে রাস্তায় চলাচল করলেও যদি দাবি-দাওয়া মেনে না নেওয়া না হয়, তাহলে বরাক উপত্যকায় ও এই চাকা বন্ধ কার্যসূচীতে যোগদান করবে।

Comments are closed.