Also read in

খাদ্য সুরক্ষার চাল কেলেঙ্কারি: গ্রেফতার হলেন আফতাব উদ্দিন লস্কর

অবশেষে গ্রেফতার হলেন মোহনপুর সমবায় সমিতির সচিব তথা আসাম গণপরিষদের হাইলাকান্দি জেলা সভাপতি আফতাব উদ্দিন লস্কর। প্রায় ছয় মাস ধরে আত্মগোপন করেছিলেন তিনি।

শুক্রবার গুয়াহাটি থেকে শিলচর আসছেন বিমানে, খবর ছিল পুলিশের কাছে। বিমানবন্দর চত্বরেই কাছাড় পুলিশের সহযোগিতায় তাকে নিজের হেফাজতে নেয় হাইলাকান্দি পুলিশ।

উল্লেখ্য, করোনা অতিমারীর পরিপ্রেক্ষিতে সমগ্র দেশে লকডাউন ঘোষণা করা হয় ২৪ মার্চ,২০২০ তারিখে। এর পরই কেন্দ্রীয় সরকার খাদ্য সুরক্ষার চাল বন্টন করেন দেশ জুড়ে। হাইলাকান্দি জেলার মোহনপুর গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতিতে ও খাদ্য সুরক্ষার চাল আসে হিতাধিকারীদের মধ্যে বন্টনের জন্য। মোহনপুর গ্রাম পঞ্চায়েতের দুই মাসের চাল আত্মসাতের ঘটনার অভিযোগ করেন ক্ষুব্ধ জনগণ। তখনকার হাইলাকান্দির জেলা উপায়ুক্ত কীর্তি জাল্লি খাদ্য ও অসমরিক সরবরাহ বিভাগকে তদন্তের নির্দেশ দেন। তদন্তে দেখা যায়, প্রায় ৪০ লক্ষ টাকার চাল জনগণের মধ্যে বন্টন না করে বেমালুম আত্মসাৎ করা হয়েছে। সমবায় সমিতির সচিব আফতাব উদ্দিনকে মুখ্য অভিযুক্ত করে আলগাপুর থানায় মামলা দায়ের করা হয়।

মামলায় অভিযুক্ত হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে আফতাব উদ্দিন গা-ঢাকা দিয়ে এতদিন কাটালেও শেষ রক্ষা হলো না, হাইলাকান্দি পুলিশের জালে ধরা পড়লেন।

এই চাল কেলেঙ্কারির সাথে জড়িত থাকার অভিযোগে আরও ছয়জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। আফতাব উদ্দিনের গৌহাটি হাইকোর্ট থেকে জামিন নেওয়ার প্রয়াস ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

আফতাব উদ্দিনের গ্রেফতার হওয়ার সংবাদে আলগাপুর এলাকার অগপ কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিধায়ক নিজামুদ্দিনের চক্রান্তের শিকার হয়েছেন আফতাব উদ্দিন, এমনটা দাবি করেন বিক্ষুব্ধ জনগণ। তারা নিজামুদ্দিনের কুশপুত্তলিকাও দাহ করেন।

Comments are closed.