রাজনীতি করলে কংগ্রেস আদর্শেই করব, দল ত্যাগ করা বা বিজেপিতে যোগ দেওয়ার খবর অহেতুক জল্পনা মাত্র, জানালেন তমাল কান্তি বণিক
কংগ্রেস আমার কাছে একটি আদর্শ, শুধুমাত্র রাজনৈতিক জীবনে সফল হওয়ার জন্য এক দল থেকে আরেক দলে লম্ফঝম্পও আমি পছন্দ করিনা। হয়ত নানান সময় দলের কিছু নেতার কার্যকলাপ বা কিছু কিছু সিদ্ধান্ত পছন্দ হয়নি, সেটা নিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেছি। যদি রাজনীতি করতেই হয়, কংগ্রেস দল থেকেই করব। এর বেশি কোন চাহিদা আমার নেই, এমনটাই বললেন প্রাক্তন পৌরপতি তথা কংগ্রেস দলের অন্যতম জনপ্রিয় নেতা তমাল কান্তি বণিক।
বিধায়ক রাজদীপ গোয়ালা কংগ্রেস থেকে বহিষ্কার হওয়ার পর যখন বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করলেন, এরপর থেকেই নানান কংগ্রেস নেতাকে নিয়ে কানাঘুষো শুরু হয়েছে। বিশেষ করে যারা রাজনৈতিক নেতা হিসেবে জনপ্রিয় অথচ বর্তমানে কংগ্রেস দলে কিছুটা কোণঠাসা পরিস্থিতিতে রয়েছেন, তাদের দল পরিবর্তনের ব্যাপারে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। এই ধারায় প্রথম সারির মধ্যেই নাম উঠে আসে তমাল কান্তি বণিকের। দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের কোনো কার্যকলাপে তাকে বিশেষ একটা দেখা যায়নি। দলের এক বড় নেতার সঙ্গে তার মনোমালিন্যের কথাও বারবার শোনা গেছে। একসময় তিনি বলেছিলেন আর পুরকমিশনার পর্যন্ত হতে চান না। এখনও পুরনির্বাচন ঘোষণা হয়নি, তবে আগামী বছর প্রথমদিকে ঘোষণার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি খবর বেরিয়েছিল তিনি নাকি এবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন।
এব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সরাসরি সব ধরনের জল্পনা খারিজ করেন। তিনি বলেন, “আমার জীবনের একমাত্র উদ্দেশ্য রাজনীতি করা নয়, তবে রাজনৈতিক জীবনের আদর্শ কংগ্রেস দল। পরিস্থিতির সুবিধা নিতে নিজের আদর্শ জলাঞ্জলি দিয়ে অন্য একটা দলে যোগ দেব, এটা আমার স্বভাব নয়। বিজেপি দলের বর্তমান যে পরিস্থিতি সেখানে আমার মত স্বাধীন চিন্তাধারার মানুষের খুব একটা জায়গা থাকবেনা। তাই এমন জল্পনা কল্পনার কোন মানে হয় না। দলের ভেতরে যদি কোনো নেতার কার্যকলাপ পছন্দ না হয়, সেটা নিয়ে জনসমক্ষে প্রচার করতে আমি পছন্দ করিনা। প্রয়োজনে সেই নেতা বা দলের অন্যান্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে নিজের কথাগুলো তুলে ধরি। তাই আপাতত এটা ভেবে লাভ নেই আমি কংগ্রেস দল ছেড়ে দিচ্ছি অথবা বিজেপি তে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছি।”
Comments are closed.