পুরোহিত, 'দেওঘরি' ও পূজা কমিটির সদস্যদের জন্য ১৯ টি কোভিড টেস্টিং সেন্টার
পুরোহিত, দেহঘরি এবং দুর্গাপূজা কমিটির সদস্যদের বাধ্যতামূলক কোরণা পরীক্ষার জন্য কাছাড় জেলার বিভিন্ন স্থানে উনিশটি কোভিড টেস্টিং সেন্টার খোলা হচ্ছে । আগামী ২১শে অক্টোবর, বুধবার মহাপঞ্চমীর দিনে এই কেন্দ্রগুলোতে রেপিড এন্টিজেন টেস্টের ব্যবস্থা করা হবে।
যে ১৯ টি কেন্দ্রে রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে সেগুলো হলো শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতাল, আই এস বি টি, ট্রাঙ্ক রোডের আরবান পিএইচসি, অভয়চরণ এলপি স্কুল, মালুগ্রামের কাছাড় হাই স্কুল, টিচার্স ট্রেনিং কলেজ, নর্মাল স্কুল, তারাপুর নৃত্যময়ী স্কুল, বিক্রমপুর পিএইচসি, বড়খলা পিএইচসি, ধলাই পিএইচসি, নরসিংহপুর এমপিএইচসি, উধারবন্দ পিএইচসি, জয়পুর এসএইচসি, লক্ষ্মীপুর পিএইচসি, জিরিঘাট এমপিএইচসি, সোনাই পিএইচসি, বড়জালেঙ্গা এমপিএইচসি এবং কালাইন পিএইচসি ।
কাছাড় জেলার স্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডাইরেক্টর জানিয়েছেন, বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত টেস্ট করা হবে। ঐদিন ১১ টার মধ্যে পূজা কমিটির সম্পাদক ও সভাপতিদেরকে পুরোহিত এবং অন্যান্য সদস্য, যাদের কোভিড টেস্ট করাতে হবে, তাদের নামের তালিকা পেশ করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, রাজ্য সরকারের এস ও পি অনুযায়ী পূজা কমিটির সক্রিয় সদস্য যারা পুজো প্যান্ডেলে উপস্থিত থাকবেন, পুরোহিত এবং সহকারীর পঞ্চমীর দিনে এবং বিজয়াদশমীর পরে কোভিড টেস্ট করা বাধ্যতামূলক।
Comments are closed.