
আজ দুপুর ১২টার মধ্যেই বিসর্জনের অনুমতির জন্য আবেদন করতে হবে
আজ মহাষষ্ঠী, অস্থায়ী মন্ডপগুলোকে প্রশাসন পুজোর অনুমতি না দিলেও শহরে বেশকিছু স্থায়ী মন্ডপে পুজো হচ্ছে। এছাড়া রয়েছে বাড়ির পুজোগুলোও। এবছর বিসর্জন একটু অন্যরকমের হবে। প্রত্যেক পুজো কমিটির জন্য নির্দিষ্ট সময় থাকবে, সেই সময়ে তারা বিসর্জন করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিসর্জনের জন্য অনুমতি নেওয়ার শেষ সময় আজ দুপুর ১২টা। এরপর কোনও পূজা কমিটি বিসর্জনের সময় নেওয়ার জন্য আবেদন করতে পারবেন না। অবশ্যই আবেদন অনলাইনে করা সম্ভব।
জেলা দুর্যোগ মোকাবেলায় বিভাগের পক্ষ থেকে সিইও জেসিকা রোজ লালসিম জানিয়েছেন, ২২ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে বিভাগের কার্যালয় এসে আবেদনপত্র জমা দিতে হবে। অথবা বিভাগের ইমেইলেও আবেদনপত্র পাঠানো যাবে। বিভাগের ইমেইল এড্রেস হচ্ছে ddmacachar@gmail.com। তবে দুপুর ১২ টার পর কোনও আবেদনপত্র নেওয়া হবে না। এমনকি এরপরে ইমেইল পাঠালে সেগুলো গ্রাহ্য হবেনা।
এই বছর বিসর্জনের ক্ষেত্রে একাধিক ঘাটের কথা ভাবছে প্রশাসন। এছাড়া প্রয়োজনে তিনদিন চলবে এই প্রক্রিয়া। তবে কোনও শোভাযাত্রা হবেনা এবং সীমিত মানুষ বিসর্জনের প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। প্রত্যেক কমিটির জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া হবে। তারা সেই সময়ই মূর্তি নিয়ে আসবেন এবং বিসর্জন করবেন।
Comments are closed.