
প্রয়াত হলেন কংগ্রেস কর্মী তথা সমাজসেবী হীরক চক্রবর্তী
প্রয়াত হয়েছেন বিলপার পাবলিক স্কুল রোডের বাসিন্দা হীরক চক্রবর্তী। এক সময়ের দাপুটে কংগ্রেস নেতা তথা সমাজসেবী হীরক চক্রবর্তী কর্কটরোগে আক্রান্ত হয়ে প্রায় দুইমাস ধরে কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার স্ত্রী শিক্ষিকা শিখা চক্রবর্তীর মৃত্যু হয়েছিল। ৭ আগস্ট তার বড় ভাই সব্যসাচী চক্রবর্তী (ভোলা)-র মৃত্যু হয়েছিল।
খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার দরুন প্রায় এক বছর ধরে ভুগছিলেন তিনি। লকডাউন শিথিল হওয়ার পর তার কন্যা চিকিৎসক পারমিতা চক্রবর্তী এবং স্ত্রী শিখা চক্রবর্তী তাকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যান।
সেখানে টাটা ইনস্টিটিউটে তার চিকিৎসা হচ্ছিল। বুধবার রাতে দীর্ঘ লড়াইয়ের পর হার মানেন তিনি। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পাবলিক স্কুলের দক্ষিণ বিলপার দুর্গাপূজা কমিটির প্রাণপুরুষ ছিলেন তিনি।
এবছর পুজোয় পরিবারের কেউ যোগ দিতে পারেননি। কন্যা শর্মিষ্ঠা চক্রবর্তী রায় ও ডাঃ পারমিতা চক্রবর্তী, জামাতা বিশাল রায়, ভ্রাতুষ্পুত্রী মৌটুসী চক্রবর্তী কিন্দ্রা, জামাতা আশীষ কিন্দ্রা, পৌত্র শিবাঙ্গ সহ পরিবারের সদস্য এবং অসংখ্য গুণমুগ্ধকে রেখে গেছেন তিনি।
Comments are closed.