Also read in

সমীক দাস যোগ দিলেন টাউন ক্লাবে, শিলচর ডিএসএ'তে আসন্ন ক্রিকেট মরশুমের চারদিনের আন্তঃক্লাব দলবদল শুরু

আসামের স্টেট ক্রিকেটার সমীক দাস শিলচর জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আজ আসন্ন ক্রিকেট মরশুমের জন্য টাউন ক্লাবে যোগ দিলেন। সমীক দাসের ইন্ডিয়া ক্লাব ছেড়ে টাউন ক্লাবে যোগদান আজকের সবচেয়ে বড় ঘটনা। শিলচর ডিএসএ’র আন্তঃক্লাব দলবদলের আজ প্রথম দিন ছিল। এবছর দলবদল প্রক্রিয়াটি দু দিনের পরিবর্তে চার দিন চলবে। কোভিড প্রটোকল অনুসরণ করে এই দলবদল প্রক্রিয়া চলছে বলে সময় বাড়িয়ে দু দিনের পরিবর্তে চারদিন করা হয়েছে।

এবছর প্রথম দিনে বিভিন্ন ক্লাবের ৯৪ জন খেলোয়াড় সই করেছেন। গতবছর মোট ১৯০ জন খেলোয়াড় ক্লাব পরিবর্তন করেছিলেন। প্রথম দিনেই এই সংখ্যাটি ছিল ১০২।

অলরাউন্ডার সমীক দাস ইন্ডিয়া ক্লাব থেকে টাউন ক্লাবে যাওয়ার সিদ্ধান্ত নেন। এখানে উল্লেখ করা যায়, ইন্ডিয়া ক্লাব গতবছর সুপার ডিভিশনের রানার্সআপ হয়েছিল। সমীক দাস টাউন ক্লাবে যোগদান করে বলেন, “টাউন ক্লাব আমাকে বেশ কিছুদিন ধরেই তাদের ক্লাবে যোগ দেওয়ার জন্য বলছিল এবং সে কারণেই এ বছর আমি এই দল পরিবর্তনের সিদ্ধান্ত নেই।” তিনি আরো বলেন, ” সেশন শুরু হওয়ার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। করোনা ভাইরাসের প্রকোপ এবং লকডাউনের কারণে আমরা প্রায় এক বছর ধরে পেশাগতভাবে অনুশীলন করিনি কিংবা মাঠে নেমে খেলতে পারিনি। এতটুকু বলতে পারি, আমি আমার সেরাটা দেব এবং আমি আশা করি টাউন ক্লাব এবছর বিজয়ীর শিরোনামটি অর্জন করতে সক্ষম হবে।”

এছাড়াও দলবদলে প্রথমদিন ইন্ডিয়া ক্লাব ছেড়ে ইউনাইটেড ক্লাবে যোগ দিয়েছেন অভিজ্ঞ মোসারব হোসেন লস্কর সহ অনুভব দাস ও প্রসেনজিৎ সরকার। প্রথম দিন মোট ৫ জনকে সই করিয়েছে ইউনাইটেড। সমীক ছাড়াও ইটখোলা এসি থেকে কৃশানু দত্ত ও দিবাকর জহরিকে সই করিয়েছে টাউন ক্লাব। তারা জেলার উঠতি ক্রিকেটার অভিষেক দেবকে নিজেদের দলে এনেছে স্পিরিট ইউনিয়ন থেকে। এছাড়া দিবাকর জহরিকে ঘরে তুলেছে ইটখোলা এসি থেকে। এর ফলে প্রথমদিনের দলবদলে ঘর অনেকটাই গুছিয়ে নিল টাউন ক্লাব। রবিবার দলবদলের প্রথম দিন গ্রীন হর্নেট ক্লাব মোট ১১ জনকে সই করিয়েছে।

Comments are closed.