Also read in

মনিপুর সীমান্তসংলগ্ন মারকুলিনে অস্ত্রশস্ত্রসহ আটক তিন উগ্রপন্থী

ভৌগোলিকভাবে কাছাড় জেলার সঙ্গে আশেপাশের কয়েকটি রাজ্যের সীমানা রয়েছে। সীমান্ত জেলায় অপরাধমূলক ঘটনা বারবার ঘটতে থাকে। সোমবার ভোর বেলায় অসম মনিপুর সীমান্ত সংলগ্ন এলাকায় তিন উগ্রপন্থীকে আটক করে আসাম রাইফেলস এবং পুলিশ।

জিরিবাম ৩৭ আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে তিন উগ্রপন্থী। পুলিশ সূত্রের খবর অনুযায়ী, রবিবার শেষরাতে এক অভিযানে লক্ষীপুরের মারকুলিন এলাকা থেকে অস্ত্র সহ তিন উগ্রপন্থীকে আটক করা হয়। তাদের সঙ্গে অনেক অস্ত্রশস্ত্র সহ বেশ কিছু আপত্তিকর বস্তু আটক করা হয়েছে।

আটক হওয়া তিন উগ্রপন্থীর নাম ইলিজার জোতে (৪০), জন মার(৩৯) ও দারলিন মার(৩৫)। তাদের পরিচয় পুরোপুরি জনসমক্ষে তুলে দেওয়া হয়নি কেননা পুলিশ এবং সুরক্ষা বাহিনীর তরফে বিভিন্ন সূত্র ধরে তদন্তের কাজ চলছে। কোন সূত্রে এই উগ্রপন্থীরা কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সেটা ধরতে পারলে হয়তো আরও গ্রেফতার হওয়া সম্ভব।

ধৃত তিন উগ্রপন্থীর কাছ থেকে একে ৪৭ একটি, এমএ অ্যাসল্ট একটি, ৩৫ টি ৫.৫৬ এমএম অ্যানিমেশন, ৭.৫৬ এমএম সজীব অ্যানিমেশন ও দু’টি ম্যাগজিন ইত্যাদি উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি অসম-মিজোরাম সীমান্ত সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের হাতে অস্ত্রশস্ত্র দেখা গেছে। এবার মণিপুরি সীমান্ত এলাকায় বিভিন্ন উন্নত মানের অস্ত্রশস্ত্রসহ জঙ্গিদের আটক করা হয়েছে। এব্যাপারে সরকারি স্তরের গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে নেমেছে। আগামীতে অসমে নির্বাচন রয়েছে, এর আগে উগ্রপন্থি সংগঠনগুলোর কার্যকলাপ নিয়ে খানিকটা উদ্বেগ রয়েছে।

Comments are closed.

error: Content is protected !!