দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মন্ত্রী গৌতম রায়ের এককালীন ব্যক্তিগত সচিব গৌতম গুপ্ত
প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের এককালীন ব্যক্তিগত সচিব গৌতম গুপ্ত ওরফে নবজিত গুপ্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। দক্ষিন হাইলাকান্দির ঝালনাছড়া এলাকায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোযনার অন্তর্গত একটি রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিয়োগে বৃহস্পতিবার সন্ধ্যায় হাইলাকান্দি শহর থেকে গৌতম গুপ্তকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ।
পুলিশের সি আই তানবীর আহমেদের নেতৃত্বে রামনাথপুর থানার ওসি সহ অন্যান্যরা তাকে গ্রেপ্তার করেন। এক বিশ্বস্ত সূত্রে জানা যায়, বর্তমানে হাইলাকান্দি সদর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দক্ষিণ হাইলাকান্দির প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোযনা কেলেঙ্কারির ঠিকাদার গৌতম গুপ্ত। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী আজ সন্ধ্যায় সি আই তানবীর আহমেদ ও রামনাথপুর থানার ওসি মুকুট হাজারিকার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী জেলাসদর থেকে তাকে গ্রেপ্তার করেন।
গণতান্ত্রিক ছাত্র ও যুব মঞ্চের হাইলাকান্দি জেলা সম্পাদক দিলোয়ার হুসেন লস্করের দায়েরকৃত মামলা ক্রমে CR CASE NO 91/2017 এবং Ramnathpur PS CASE NO 46/2017 এর ভিত্তিতে রামনাথপুর পুলিশ তাকে গ্রেফতার করে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গৌতম গুপ্ত পেশায় একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। হাইলাকান্দিতে ঠিকাদার হিসেবে এখন পর্যন্ত অনেক বড় বড় নির্মাণকার্য সম্পন্ন করেছেন তিনি।
Comments are closed.