Also read in

৮ এপ্রিল শিলচর-ডিব্রুগড় সাপ্তাহিক ট্রেনের শুভারম্ভ করবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল

বরাক উপত্যকার যাত্রীদের জন্য একটি সুসংবাদ। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে নতুন সাপ্তাহিক ট্রেনের ঘোষণা করেছে যা শিলচর ও ডিব্রুগড়ের মধ্যে চলাচল করবে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, রেল রাজ্যমন্ত্রী রাজেন গোহাই,এন.এফ রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় ও রেলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ৮ এপ্রিল, ২০১৮ তারিখে এই সাপ্তাহিক ট্রেনের উদ্বোধন করবেন শিলচরে এসে।

এই ট্রেনটি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেসের সঙ্গে সংযোগ সাধনে সাহায্য করবে যার ফলে শিলচরের যাত্রীরা খুব সহজে দিল্লি পৌঁছতে পারবেন।এই সাপ্তাহিক ট্রেনটি প্রত্যেক মঙ্গলবার সকাল দশটা পনেরো মিনিটে শিলচর স্টেশন থেকে যাত্রা করবে এবং পরের দিন সকাল এগারোটা বিশ মিনিটে ডিব্রুগড় পৌঁছবে। রাজধানী এক্সপ্রেস প্রত্যেকদিন সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ডিব্রুগড় থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হয়। ডিব্রুগড়-শিলচর ট্রেনটি প্রতি সোমবার সন্ধ্যা সাতটায় ডিব্রুগড় থেকে যাত্রা শুরু করবে এবং পরের দিন সকাল আটটা চল্লিশ মিনিটে শিলচর পৌঁছবে। এই ট্রেনটি ১৩ ঘন্টায় ৫২৬ কিলোমিটার যাত্রা করবে।

শিলচর-ডিব্রুগড় ট্রেনটিতে ১৯ টি কোচ – একটি এসি কোচ, আটটি স্লিপার কোচ, ছয়টি সাধারণ কোচ এবং অন্যান্য কোচ থাকবে। ট্রেনটি বদরপুর, নিউ হাফলং, লামডিং,ডিমাপুর, মরিয়ানী জংশন, শিমুলগুড়ি ও শিবশগর টাউনে থামবে।

উল্লেখযোগ্য যে গত বছর ১৮ নভেম্বর,২০১৭ তারিখে নমামি বরাকের উদ্বোধনের দিন শিলচর স্টেশনে এসে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল রেল রাজ্যমন্ত্রী রাজেন গোহাইকে শিলচর থেকে ডিব্রুগড় একটি ট্রেন চালু করার সুপারিশ করেন।

Comments are closed.