Also read in

পারুল শর্মা স্মৃতি ক্রিকেটে জিতল স্পিরিট ইউনিয়ন, টাউন বয়েজ

২১ নভেম্বর: পারুল রানী শর্মা স্মৃতি দ্বিতীয় ডিভিশন লিগ কাম নকআউট প্রাইজমানি ক্রিকেটে শনিবার জিতল স্পিরিট ইউনিয়ন ও টাউন বয়েজ। এদিন দিনের প্রথম ম্যাচে স্পিরিট ইউনিয়ন ৬ উইকেটে হারায় তরুণ সংঘ কে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্পিরিট। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৬ রান করে তরুণ সংঘ।

আসলে তারা প্রথম ১০ ওভারে খুব স্লো ব্যাটিং করে। এটাই তাদের পেছনে ঠেলে দেয়। উল্লেখযোগ্য রান পান সজল পাল ২৫, অভিষেক ভারতি ২৭, সমর্পণ দেব ১৮ ও সাহিদ আহমেদ চৌধুরী ১৫। দুটি করে উইকেট নেন তাপস শুক্লবৈদ্য ও দোলন শুক্লবৈদ্য।

জবাবে ৩ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্পিরিট ইউনিয়ন। স্কোরবোর্ড যাই বলুক না কেন, একেবারে শেষ পর্যন্ত কিন্তু তরুণ সংঘের ভালো সম্ভাবনা ছিল। কিন্তু বোলাররা অতিরিক্ত হিসাবে ৪০ রান খরচ করায় ম্যাচের রং পাল্টে যায়। সোজা কথায় এই অতিরিক্ত রানটাই কিন্তু পার্থক্য গড়ে দেয়। স্পিরিটের হয়ে বর্ষিয়ান নিহারেন্দু দেব ১৬, শিবাশীষ দত্তগুপ্ত ১৫ এবং পার্থ শুক্লবৈদ্য ১৫ রান করেন। ১৪ রান দিয়ে ২ উইকেট দখল করেন অনির্বাণ রায় চৌধুরী।

দিনের দ্বিতীয় ম্যাচে টাউন বয়েজ ২০ রানে হারায় দুধপাতিল ক্লাবকে। টসে জিতে প্রথমে ব্যাট করে টাউন বয়েজ। তারা নয় উইকেটে করে ১৪৭। ভালো ব্যাটিং করেন সুমিত চন্দ। তিনি করেন ৪৮। এছাড়া সন্দীপ দত্ত ১৯, বিক্রম ঘোষ ১৩ এবং রয়াল রায় ১৬ রান করেন। অতিরিক্ত ২৯। বিপক্ষের মাসুম লস্কর তিনটি এবং বিশ্বজিৎ নাথ দুটি উইকেট দখল করেন।

রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১২৭ রানে আটকে যায় দুধপাতিল। উল্লেখযোগ্য অবদান রাখেন সুমন রায় ২৫, জয়দীপ নাথ ২৩, শাহবাজ বড়ভুইয়া ১৮, অয়ন দাসগুপ্ত ১৬ এবং মিনাল কান্তি নাথ ১৩‌। দুটি করে উইকেট নেন রয়াল রায় ও সুমিত চন্দ।

Comments are closed.