
পারুল রানী শর্মা স্মৃতি দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে সোমবার রোমাঞ্চকর জয় পেল সুরভী সংঘ ও উধারবন্ধের টেবিল টেনিস ক্লাব
এদিন দিনের প্রথম ম্যাচে এসএম দেব স্টেডিয়ামে সুরভী তিন উইকেটে হারায় উদয়ন সংঘ কে। টসে জিতে প্রথমে ব্যাট করে উদয়ন। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯ উইকেটে ১০৩ রান তুলতে সক্ষম হয় তারা। সন্তোষ দাস ১৮, স্বপন দাস ১৪, অমর দাস ১২ এবং শান্তনু চক্রবর্তী ১১ রান করেন। কৌশিক রাজবংশী ৪ উইকেট দখল করেন সন্দীপ দত্ত নেন তিনটি। অতিরিক্ত ২৫।
জবাবে ইনিংসের একেবারে শেষ বলেন জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সুরভী সংঘ। সাত উইকেটের বিনিময়ে। বোলিংয়ের পর ব্যাট হাতেও দুরন্ত পারফর্ম করেন কৌশিক রাজবংশী। তিনি ৪৪ রানে অপরাজিত থাকেন। সন্দীপন দত্ত করেন ১০। অতিরিক্ত ২৯। জাকির আহমেদ নেন দু উইকেট।
দিনের দ্বিতীয় ম্যাচে টি টি ক্লাব চার উইকেটে হারায় মালুগ্রাম ক্লাব কে। টসে জিতে প্রথমে ব্যাট করে মালুগ্রাম। তারা নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটে করে ১৪২। পুলক দাস সর্বাধিক ৪৪ রান করেন। এছাড়া বিশাল দেবরায় ২৮ এবং আদর্শ যাদব ১৮ রান করেন। অতিরিক্ত ২৩। জবাবে দেবজ্যোতি দেবের বিষাক্ত ব্যাটিংয়ের ১৮.৪ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে নেয় টিটি ক্লাব। কেবল ৩৯ বলে অপরাজিত ৭২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন দেবজ্যোতি। তার ইনিংসটি সাজান ছিল ছয়টি ৪ ও পাঁচটি ছক্বা এর মার দিয়ে। এছাড়া আফজল তালুকদার ১৫ দেবব্রত গোস্বামী ১৩রান করেন। অতিরিক্ত ২৫।
Comments are closed.