Also read in

আসাম বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তন ২৪শে ডিসেম্বর, নীতিন গাড়কারি ভার্চুয়ালি যোগ দেবেন

বিগত ফেব্রুয়ারি মাসে রিসার্চ স্কলার মিলন দাসের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার প্রতিবাদে আসাম বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্র আন্দোলন করেছিল। বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল, বিভিন্ন বিভাগে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তন উৎসব স্থগিত রাখতে হয়েছিল।

আন্দোলন সমাপ্ত হলেও সাধারণ পরিস্থিতি ফিরে আসেনি, কারণ ইতিমধ্যে কোভিড অতিমারি শুরু হয়ে গিয়েছিল। আসাম বিশ্ববিদ্যালয়ের বেশকিছু ভবনকে শিলচরে আসা বিমান যাত্রীদের কোয়ারেন্টাইন সেন্টারে পরিবর্তিত করা হয়েছিল। যাইহোক, লকডাউন শেষ হওয়ার পর এখন আনলক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলতে শুরু করেছে।

আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের অষ্টাদশ সমাবর্তন উৎসব আগামী ২৪ ডিসেম্বর,২০২০ তারিখে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ চন্দ্র নাথ বরাক বুলেটিনকে এই তথ্য দিয়ে জানিয়েছেন, ” এই বারের সমাবর্তন উৎসব একটু অন্যধরনের হবে। কোভিড প্রটোকল মেনে শুধু ২০০ জন শারীরিকভাবে এই সমাবর্তন উৎসবে উপস্থিত থাকবেন, বাকি সবাই ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগদান করবেন।”

ভূতল পরিবহণ মন্ত্রী শ্রী নীতিন গাড়কারি এই সমাবর্তন উৎসবের ‘গেস্ট অফ অনার’ হবেন । ইতিমধ্যে একটি সংবাদ ছড়িয়েছে যে, নীতিন গাড়কারি ব্যক্তিগতভাবে ২৪ ডিসেম্বর শিলচর এসে সমাবর্তন উৎসবে যোগদান করবেন এবং ২৫ ডিসেম্বর মহাসড়কের জিরো পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির প্রতিমূর্তির উদ্বোধন করবেন।

এই ব্যাপারে বরাক বুলেটিনকে মন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে যে, “মন্ত্রী দুটো অনুষ্ঠানেই ভার্চুয়ালি যোগদান করবেন এবং সশরীরে শিলচর যাওয়ার কোন কার্যসূচী নেই।”

Comments are closed.