Also read in

শিলচর-আগরতলা ট্রেন পরিষেবা শুরু হচ্ছে ১ ডিসেম্বর থেকে, প্যাসেঞ্জার ট্রেনের পরিবর্তে এবার চলবে এক্সপ্রেস ট্রেন

আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শিলচর ও আগরতলার মধ্যে রেল পরিষেবা। কোভিড ১৯ মহামারির পরিপ্রেক্ষিতে মার্চ মাসে এই পরিষেবাটি স্থগিত হলে প্রায় আট মাস অতিবাহিত হওয়ার পর পুনরায় পরিষেবাটি এবার চালু করা হচ্ছে।

ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সম্প্রতি এনএফ রেলওয়েকে শীঘ্রই শিলচর-আগরতলা যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু করার জন্য অনুরোধ করা হয়। এরপরই এই ঘোষণা করা হয়েছে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ট্রেনটি এক্সপ্রেস হিসাবে চলবে। এখানে উল্লেখ করা যায়, কোভিডের আগে প্যাসেঞ্জার ট্রেন হিসেবে এটি চলাচল করত। তাছাড়া ট্রেনটির গতিবেগ বাড়ানোর জন্য পূর্ববর্তী সূচি থেকে কয়েকটি স্টেশনকে বাদ দেওয়া হয়েছে।

ট্রেনটির নম্বর হচ্ছে ০৫৬৬৩/৪ এবং নাম দেওয়া হয়েছে শিলচর আগরতলা এক্সপ্রেস স্পেশাল। ট্রেনটি যাত্রা শুরু করবে শিলচর থেকে ১ ডিসেম্বর এবং আগরতলা থেকে পুনরায় যাত্রা করবে ২ ডিসেম্বর।

এক্সপ্রেস ট্রেন হিসেবে উন্নত হওয়ার পর যে স্টেশনগুলি বাদ পড়েছে সেগুলো হলো ত্রিপুরার চৌদ্দটি স্টেশন সহ আসামের অরুণাচল স্টেশন, শালচাপড়া স্টেশন এবং পাঁচগ্রাম স্টেশন।

নতুন সময়সূচি অনুসারে, ট্রেনটি শিলচর থেকে সকাল সাড়ে আটটায় (প্রতিদিন) যাত্রা করবে এবং বিকেল চারটায় আগরতলায় পৌঁছাবে। অন্যদিকে ট্রেনটি সকাল ১১ টা ১০ মিনিটে (প্রতিদিন) যাত্রা করে সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে শিলচর পৌঁছাবে।

এখানে উল্লেখ করা যেতে পারে, বেশ কয়েক সপ্তাহ ধরে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় বিক্ষোভের সূত্রপাত হয়েছিল, যার ফলে বেশ কয়েকজন রাজনৈতিক নেতা আসামের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আহ্বান জানিয়েছিলেন যাতে প্রতিদিনের যাত্রীদের সুবিধার্থে ট্রেন চলাচল শুরু করা হয়।

Comments are closed.