Also read in

রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন রাঙ্গিরখাড়ির বাসিন্দা

বুধবার সন্ধ্যায় ধলাই যাবার পথে কাবুগঞ্জ জনতা কলেজের সামনে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের সঙ্গে ধাক্কায় নিহত হয়েছেন রাঙ্গিরখাড়ির বাসিন্দা। নিহত ব্যক্তির নাম সুসিতরঞ্জন দে, বয়স ৫৫ বছর। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাইকে ধলাই যাচ্ছিলেন বলে শোনা গেছে। অতন্ত হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, উল্টো দিক থেকে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তার। এতে গুরুতর ভাবে আহত হন তিনি। আহত অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ শিলচর-আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ জনতা কলেজ থেকে অদূরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধলাইয়ের সদাগ্রাম এলাকায় তার শ্বশুরবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। বাইক নিয়েই গন্তব্যর উদ্দেশ্যে যাত্রা করেন। জনতা কলেজের সামনে একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভাগাবাজার অভিমুখি একটি ট্রাকের পিছন দিকে ধাক্কা মারেন তিনি। স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। গুরুতর আহত অবস্থায় তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যায় পুলিশ, সেখানে ডাক্তাররা জানান তার মৃত্যু অনেক আগেই হয়েছে। পরিবারের সদস্যদের কাছেও খবরটি পৌঁছে যায় এবং তারা সরাসরি শিলচর মেডিক্যাল কলেজে চলে যান। পুলিশ মৃতদেহটি পরে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Comments are closed.

error: Content is protected !!