শেষ তিন বলে জয়ের জন্য দরকার দু রানের। হাতে রয়েছে চার উইকেট। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে ব্যাটিং এ থাকা দলকেই সবাই ফেভারিট বলবেন। তবে এমন পরিস্থিতি থেকেই নাটকীয় ভাবে ম্যাচ ঘুরিয়ে দিলেন দুধপাতিলের মৃণাল কান্তি নাথ। তিনি শুধু ম্যাচের মোড় ঘোরালেন না, টানা তিন বলে ৩ উইকেট তুলে নিয়ে দলকে এক অবিশ্বাস্য জয় এনে দিলেন।
উল্টোদিকে, প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার পারুল রানী শর্মা স্মৃতি ট্রফি দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে এক রানেরএমনই এক শ্বাসরুদ্ধকর জয় তুলে নিল দুধপাতিল ক্লাব। তাদের এই জয়ে প্রধান কারিগর ছিলেন মৃণাল।
এদিন এস এম দেব স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দুধ পাতিল। তারা নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেটে করে ১১৪। মৃণাল কান্তি নাথ (৫৪) দুরন্ত অর্ধশত রানের ইনিংস খেলেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দলকে একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন তিনি। এছাড়া সৌরভ চৌধুরি ১৫ ও জয়দীপ নাথ ১০ রান করেন। অতিরিক্ত ২৩।
দুটি করে উইকেট নেন বিভু দাস ও খুশ দাস।
জবাবে একটা সময় জয়ের পথে ছিল সোনাই। তবে ব্যাটের পর বল হাতেও জ্বলে ওঠেন মৃণাল। শেষ তিন বলে তিনি ফিরিয়ে দেন বিলাল আহমেদ মজুমদার, মোহাম্মদ বড়ভুইয়া ও বিভু দাস কে। আর মৃণালের হ্যাট্রিকে ৯ উইকেটে ১১৩ রানে আটকে যায় সোনাই। তাদের বিলাল আহমেদ মজুমদার ৩৮ রান করেন। আট নম্বরে ব্যাট করতে নেমে অরূপ দে অপরাজিত থাকেন ২৮ রানে। অতিরিক্ত ২৪।
এর আগে দিনের প্রথম ম্যাচে সহজ জয় পায় দেশবন্ধু স্পোর্টিং। তারা ৮ উইকেটে হারায় শান্ত সেনা ক্লাবকে। প্রথমে ব্যাট করে ১৭.২ ওভারে ৮২ রানে অলআউট হয় শান্তসেনা। ভালো লড়াই করেন অনুভব দাস ৩৫। অতিরিক্ত ১৪।
চার উইকেট নেন ইন্টার বড়ভুইয়া। তিনটি নেন ধীমান চক্রবর্তী। রান তাড়া করতে নেমে ১১.৩ ওভারে দু উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দেশবন্ধু। তাদের আজারুল লস্কর ২২, মইনুদ্দিন ১৯ এবং সাইদুল বড়ভুইয়া ১৪ রান করেন। অতিরিক্ত ১২।
Comments are closed.