Also read in

পারুল রানী শর্মা ক্রিকেটের শেষ আটে সন অফ ইন্ডিয়া, সোনাই । বৃহস্পতিবার থেকে কোয়াটার ফাইনাল রাউন্ড

শিলচর ডি এস এ আয়োজিত পারুল রানী শর্মা স্মৃতি দ্বিতীয় ডিভিশন ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল সন অব ইন্ডিয়া ও সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশন।

বুধবার এস এম দেব স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সন অফ ইন্ডিয়া ৯৯ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয় শান্ত সেনা ক্লাব কে। টসে জিতে প্রথমে ব্যাট করে সন অফ ইন্ডিয়া। তারা নির্ধারিত কুড়ি ওভারের ৪ উইকেটে করে ১৭৬। অর্ধশত রান করেন চিরদীপ দেব। তিনি ৫৮ রানে অপরাজিত থাকেন। এছাড়া গৌতম পোদ্দার ৩৪, শুভম মিত্র বিশ্বাস ২৮ ও আরশ সিংহ ১৯ রান করেন। অতিরিক্ত ২৪। এদিন গোটা ইনিংসে মোট ৫-৬টি ক্যাচ মিস করেন শান্ত সেনার ফিল্ডাররা। এটাই ম্যাচে পার্থক্য করে দেয়।

রান তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৭৭ রানেই গুটিয়ে যায় শান্তসেনা। কিছুটা লড়াই করেন অনুভব দেব ৩৮। অতিরিক্ত ২৪। তিনটি করে উইকেট নেন প্রীতম দে ও চিরদীপ দেব। দুইটি নেন সুরজ ঘোষ।

দিনের দ্বিতীয় ম্যাচে সোনাই ৫ উইকেটে হারায় টাউন বয়েজ ক্লাব কে। এই জয়ের সুবাদে রানরেটে এগিয়ে থাকায় শেষ আটের ছাড়পত্র আদায় করে নেয় তারা। এদিন প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১২২ রান করে টাউন বয়েজ। হাফ সেঞ্চুরি করেন গোপাল দাস। তিনি করেন ৫৭। এছাড়া তশান্ত পাল ২৬ ও সুমিত চন্দ্র ১২ রান করেন। অতিরিক্ত ১৮।

 

 

জবাবে ১৬.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সোনাই। দুরন্ত অর্ধশত রান করেন অরুপ দে ৬০। এছাড়া বিলাল চৌধুরি করেন ২৯। অতিরিক্ত থেকে আসে ২৬। তিনটি উইকেট নেন সন্দীপ দত্ত।

এদিকে কোয়ার্টার ফাইনালের সূচি আজ প্রকাশ করেছে শিলচর ডি এস এ। আগামীকাল প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালে ইটখোলা স্পোর্টিং খেলবে স্পিরিট ইউনিয়নের বিরুদ্ধে। দিনের দ্বিতীয় ম্যাচে গণশূর ক্লাব খেলবে টি টি ক্লাবের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মধ্যসহর এস এস খেলবে সোনাই ক্রিকেট এসোসিয়েশনের বিরুদ্ধে। একই দিনে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে ক্লাসমেটস ইউনিয়ন খেলবে সন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। ৫ ডিসেম্বর প্রতিযোগিতার দুটি সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ৭ ডিসেম্বর।

Comments are closed.