Also read in

সুপার ডিভিশনে দিবাকরের আগুনে বোলিং, ইউনাইটেডকে উড়িয়ে দিল টাউন ক্লাব

 

বুধবার থেকে শুরু হয়ে গেল শিলচর ডি এস এ আয়োজিত নারায়ন পাল স্মৃতি সুপার ডিভিশন লিগ কাম নকআউট ক্রিকেট। এদিন সতীন্দ্র মোহনদেব স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইউনাইটেড ক্লাব কে উড়িয়ে দেয় টাউন ক্লাব। তাদের এই জয়ে প্রধান কারিগর ছিলেন ডানহাতি পেসার দিবাকর জহরি। প্রথম ম্যাচেই বল হাতে আগুন ঝরালেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন তার নতুন বলের পার্টনার শান্তনু ধর। এই দুইয়ের যুগলবন্দীতে ছয় উইকেটের এক সহজ জয় তুলে নেয় টাউন ক্লাব।

এদিন প্রথমে ব্যাট করে ইউনাইটেড ক্লাব। তবে দিবাকর ও শান্তনুর আগুনে বোলিংয়ে ১৩ ওভারেই ৬২ রানে অলআউট হয়ে যায় তারা। দুই ওপেনার প্রসেনজিৎ সরকার (০) ও সুকান্ত দে (৯) শুরুতে ফিরে যান। তবে ইউনাইটেড সবচেয়ে বড় ধাক্কা খায় গত মরশুমের সেরা ব্যাটসম্যান রাজু দাস ফিরে যাবার পর। শুধু এক রান করেন রাজু। চারে নেমে শুরুটা দারুণ সাড়া জাগিয়ে করেছিলেন অভিজ্ঞ মোশারব হোসেন লস্কর। কিন্তু আশা জাগিয়েও ব্যর্থ হন তিনি। ১৯ রান করে ফিরে যান মোশারব। ব্যর্থ হন ইউনাইটেডের দুই আন্তঃজেলা সাইনিং ফজলুর রহমান ও প্রদীপ সরকার। বিশাল রুদ্রপাল করেন ১০। বিপক্ষের দিবাকর সাত উইকেট শিকার করেন। তার বোলিং বিশ্লেষণ ছিল, ৭-০-৩৬-৭। তার নতুন বলের পার্টনার শান্তনু নেন ৩ উইকেট।

জবাবে টাউন ক্লাবের শুরুটাও কিন্তু ভালো হয়নি। তারা ১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। তবে ওপেনার শুভম মণ্ডল অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ১৫.২ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় টাউন। অনেক প্রত্যাশা থাকলেও ব্যর্থ হন রনজি তারকা অভিষেক ঠাকুরি। প্রদীপ সরকার নেন ৩ উইকেট।

আগামীকাল ক্লাব ওয়েসিস খেলবে ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে।

Comments are closed.