Also read in

গোল দিঘি মলের স্পা-য়ে পুলিশের রেড, আপত্তিকর সামগ্রী সহ আটক পাঁচ

মঙ্গলবার সন্ধ্যেবেলা শিলচরের গোলদিঘি মলের আরএন হেভেন স্পা এবং বিউটি পার্লারে হঠাৎ করেই পুলিশের একটি দল হানা দেয়। আচমকা হানায় ধরা পড়েছে অনেক অবৈধ কার্যকলাপ এবং এর সঙ্গে জড়িত থাকায় কিছু ব্যক্তি আটক হয়েছেন। পুলিশের দলকে দেখে স্পা কাম বিউটি পার্লারের ম্যানেজার প্রথমে প্রতিবাদ করতে চেষ্টা করেন, তবে তার জন্য পুলিশের আধিকারিকরা আগে থেকেই তৈরি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশের আধিকারিকরা আচমকা হানা দেওয়ায় অনেকেই ভেতর থেকে দরজা বন্ধ করে দেন, তবে জোর করে সেখানে ঢুকে বেশ কিছু অবৈধ কার্যকলাপ এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। দুজন পুরুষ এবং তিনজন মহিলাকে আটক করে নিয়ে গেছে পুলিশ। তবে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে সেটা স্পষ্ট জানা যায়নি।

পুলিশের তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে একটি বিশেষ দল সেখানে পাঠানো হয়। তারমধ্যে মহিলা পুলিশ আধিকারিকরাও ছিলেন। আচমকা সেখানে হানা দেওয়ায় অনেক তথ্য বেরিয়ে এসেছে। তবে এখনই পুরোটা জনসমক্ষে বলা সম্ভব নয়। মোট পাঁচজনকে আটক করা হয়েছে এবং আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, পুলিশের হানায় প্লাস্টিকে মোড়া এমন কিছু জিনিসপত্র পাওয়া গেছে যেগুলো স্পা বা পার্লারের ব্যবহারে প্রয়োজন হয়না। তবে সেগুলোর ক্ষেত্রে অন্য ইঙ্গিত রয়েছে। এবার জিজ্ঞাসাবাদে হয়তো আসল তথ্য প্রকাশ পাবে।

আরএন হেভেন স্পা এবং বিউটি পার্লারে পুলিশের হানা দেখে সেখান থেকে পালিয়ে একজন মহিলা আর একটি বিউটি পার্লার ভিএলসিসি-তে ঢুকে পড়েন। এতে পুলিশের মহিলা আধিকারিকরা তার পিছু নেন এবং সেখানে গিয়ে পাকড়াও করে নিয়ে আসেন। পরে সেই পার্লারেও রেড করে পুলিশ। কিন্তু আপাতত সেখানে কোনও আপত্তিকর কিছু পাওয়া যায়নি বলে জানায়।

ঘটনায় পুরো প্রেমতলা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্পা এবং বিউটি পার্লারের আড়ালে অবৈধ কার্যকলাপ চলছে বলে শহরের অনেকেই অভিযোগ করেন। কিছুদিন আগে জেলাশাসক কার্যালয়ের এক কর্মীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিল স্পা চালানো এক দম্পতি। তার একটি ভিডিও তুলে ১০ লক্ষ টাকা দাবি করেছিল, তবে শেষমেষ সরকারি কমিটির বিচক্ষণতা এবং পুলিশের সহায়তায় দম্পতিকে আটক করা হয়। হয়তো শহরের বিভিন্ন আনাচে-কানাচে এভাবে স্পা এবং পার্লারের নামে অবৈধ কার্যকলাপ চলছে যেটা জনসমক্ষে আসছে না। মঙ্গলবার পাঁচজন গ্রেফতার হওয়ার পর এই কথাটি আবার স্পষ্ট হয়ে উঠেছে।

Comments are closed.