Also read in

১ জানুয়ারি থেকে টেবিল টেনিস ক্লাবের শীতকালীন কোচিং ক্যাম্প, কোচ হিসেবে থাকবেন জাতীয় কোচ অভিজিৎ

বরাক উপত্যকা তো বটেই, গোটা রাজ্যে এক আলাদা পরিচিতি গড়ে তুলেছে উধারবন্ধের টেবিল টেনিস ক্লাব। সারাটা বছর ধরেই টি টি ক্লাবে খুদেরা প্রশিক্ষণ নিয়ে থাকে। সত্যি কথা বললে জেলার সাপ্লাই লাইন এই টি টি ক্লাব। করোনা কালেও কিন্তু তারাই রাজ্যে সবচেয়ে প্রথম এগিয়ে এসেছিল। লকডাউন পর্যায়ক্রমে শিথিল হওয়ার প্রথম পর্বে মে মাসের শুরুর দিকে টি টি ক্লাবের অ্যাকাডেমি-ই খেলোয়াড়দের জন্য দরজা খুলে দিয়েছিল।

করোনা আর লকডাউন কার্যত একটা বছর শেষ করে দিয়েছে ‌। প্রতি বছর উধারবন্দের টেবিল টেনিস ক্লাব শীত ও গ্ৰীষ্মে কোচিং ক্যাম্প করে থাকে। কিন্তু করোনার জেরে এবার আর গরমের ছুটিতে ক্যাম্প হয়নি। তাই নতুন বছরের প্রথম দিনটি থেকেই শীতকালীন টি টি ক্যাম্প করতে যাচ্ছে ক্লাব।

দশদিনের এই ক্যাম্প স্পনসর করছে শিলচর জেলা ক্রীড়া সংস্থা। ইতিমধ্যেই স্পনসরশিপের পঁচিশ হাজার টাকা ক্লাব কর্তৃপক্ষের কাছে সমঝে দিয়েছে ডি এস এ। কোচিং করাতে কলকাতা থেকে আসছেন জাতীয় টি টি কোচ অভিজিৎ রায় চৌধুরী। তাঁর সঙ্গে থাকবেন টি টি ক্লাবের অ্যাকাডেমির দুই কোচ সঞ্জীব শর্মা ও পার্থপ্রতিম দেব।

আসলে গত ছয় বছর থেকে অভিজিৎ বাবু প্রায় নিয়মিত উধারবন্দে আসছেন। আজকের জুনিয়র বা ইয়ুথ খেলা শঙ্কর দে, ঋতজ্যোতি রায়দের তিনি চেনেন হাতের তালুর মতো। ফলে তাঁকে এনে করোনা পরবর্তী সময়ে প্যাডলারদের চাঙ্গা করতে নতুন অক্সিজেন দিতে চাইছে টি টি ক্লাব।

ক্যাম্পে অ্যাডভান্স ও বিগেইনার-দের জন্য সুযোগ থাকছে। দশ বছরের উর্ধ্বে আগ্ৰহী যে কোনও এতে অংশ নিতে পারবে। থাকছে নূন্যতম রেজিস্ট্রেশন ফি। নাম রেজিস্ট্রেশন করাতে হবে ২৮ ডিসেম্বরের মধ্যে। তবে যেহেতু শিলচর ডি এস এ এই ক্যাম্প স্পনসর করছে তাই ডি এস এ-র অ্যাকাডেমির খেলোয়াড়দের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও কোনো ফি লাগবে না।

কলকাতা থেকে কোচ অভিজিৎ রায়চৌধুরী ১ জানুয়ারি সকালের বিমানে শিলচর আসবেন। ওইদিন বিকেল থেকেই সেশন শুরু হয়ে যাবে। তবে ক্যাম্পের সেশনের সময়সূচি স্থির হবে কোচ উধারবন্দে পৌঁছার পর।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ক্যাম্প হবে কোভিড প্রটোকল মেনে। ক্যাম্পে অংশ নেওয়া প্যাডলারদের মাস্ক বাধ্যতামূলক। ক্লাবের পক্ষ থেকে স্যানিটাইজারের ব্যবস্থা করা হবে। ক্লাবের মোট ছয়টি বোর্ডে হবে প্র্যাকটিস।

Comments are closed.