মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা গ্রস্ত ওয়াগনআর ক্রুইজারঃ মারাত্মক ভাবে আহত ৪ যাত্রী
ওয়াগনআর ক্রুইজার মুখোমুখি সংঘর্ষে মারাত্মক ভাবে জখম হলেন চারজন যাত্রী। দুর্ঘটনা গ্রস্ত গাড়ি দুটিই চূর্ণবিচূর্ণ হয়ে ভয়াবহ পথ দুর্ঘটনার রূপ নেয়। এমন মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে অল্প বিস্তর আহত হলেও ভাগ্য জোরে ক্রুইজারের অধিকাংশ যাত্রী সুরক্ষিত রয়েছেন। মর্মান্তিক এই পথ দুর্ঘটনা ঘটেছে সোমবার বিকেল তিনটা নাগাদ হাইলাকান্দি শহর থেকে প্রায় পাচ কিলোমিটার দক্ষিণে বাউয়ারঘাট ব্রিক ইন্ডাস্ট্রি সংলগ্ন একশো চুয়ান্ন নম্বর জাতীয় সড়কের উপর। যাত্রীবাহী ক্রুইজারের সঙ্গে মুখোমুখি সজোরে ধাক্কা লেগে প্রায় চল্লিশ ফুট দূরে গিয়ে রাস্তার পাশে পড়ে আটকে যায় ওয়াগনআর গাড়িটি।
ক্রুইজার গাড়িটি ঘটনাস্থলেই পাল্টি খায় রাস্তার উপর। অভিশপ্ত গাড়ি দুটিই মুখোমুখি সংঘর্ষে ভেঙ্গে চুরমার হয়ে যায়। দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছেন ওয়াগনআরে চেপে থাকা মিসবাহুর রহমান মজুমদার (চল্লিশ), ইয়াহুয়া মজুমদার ( বিয়াল্লিশ), তাজিম উদ্দন লস্কর (আটাশ) ও কানু দেবনাথ (বাষট্টি)।
আহত মিসবাহুর রহমান মজুমদারের অবস্থা আশঙ্কাজনক। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাইলাকান্দি এস কে রায় সিভিল হাসপাতাল থেকে শিলাচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরে আহত অপর তিন জনের অবস্থাও বেগতিক দেখে শিলাচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। আহত মিসবাহুর রহমান ও ইয়াহুয়া মজুমদারের বাড়ি কাটলিছড়া থানার রংপুর ষষ্ঠ খন্ডে। তারা শিলচর থেকে একটি ওয়াগনআর গাড়িতে চেপে বাড়ি যাওয়ার পথে পথ দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক ভাবে আহত হন।
Comments are closed.