Also read in

কাগজ কলের ঠিকা ভিত্তিক শ্রমিকদের ছাঁটাই করা হলেও তারা এখনও হাজিরা দিচ্ছেন।

গত ৩১শে মার্চ ২০১৮ ইংরেজি তারিখে কাগজ কল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তি জারি করে সমস্ত ঠিকা ভিত্তিক শ্রমিকদের পয়লা এপ্রিল ২০১৮ ইংরেজি থেকে আর কাজে না আসার জন্য আদেশ প্রদান করেন । কিন্তু আমাদের কাছে যে তথ্য এসেছে সে অনুযায়ী শ্রমিকরা গতকাল এবং আজ হাজিরা দিয়েছেন ।

কাগজ কলের এম.ডি শশীকান্ত জৈনের আশ্বাস অনুযায়ী কাগজ কল কর্তৃপক্ষ গত ৩১শে মার্চ শ্রমিকদের তিন মাসের বেতন প্রদান করেন । কিন্তু ঠিকা ভিত্তিক শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া হয়নি। এক ট্রেড ইউনিয়ন নেতা আমাদেরকে জানিয়েছেন যে আজ কর্তৃপক্ষের সঙ্গে একটি মিটিং হয়। ওই মিটিংয়ে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন যে আগামী ১০ এপ্রিলের মধ্যে এই ঠিকা ভিত্তিক শ্রমিকদেরকে তিন মাসের বেতন প্রদান করা হবে।

কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তি সম্বন্ধে ওই শ্রমিক নেতা বলেন যে প্রকৃতপক্ষে এটা একটা গণ ছাঁটাই । তারা যদি ওই আদেশ প্রত্যাহার না করেন তবে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করা হবে। প্রয়োজন হলে আইনের আশ্রয়ও নেওয়া হবে। উনি আরো বলেন “আমরা দশ তারিখের জন্য অপেক্ষা করছি যাতে করে ওরা তিন মাসের বেতন পেয়ে যান।”

এক সময় এই কাগজ কলে প্রায় ৫০০০ ঠিকা ভিত্তিক শ্রমিক কাজ করতেন। কালক্রমে এই কাগজ কলের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় এখন শ্রমিকদের সংখ্যা কমে প্রায় ৪০০ তে নেমে এসেছে।

সরকার দুটো কাগজ কলই পুনরুজ্জীবনের চেষ্টা করছে, কিন্তু পুনরুজ্জীবিত হলেও এই ঠিকা ভিত্তিক শ্রমিকদের ভবিষ্যতে কাগজ কলগুলোতে কাজ করার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

 

 

Comments are closed.