দুর্ঘটনা একের পর এক, প্রাণ হারালেন তিন যুবক
কাছাড় জেলার লক্ষ্মীপুরে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক । মৃত দুই যুবকের নাম তাপস বনিক ও টুটন বণিক । গুরুতর আহত হয়েছেন চালক আলতাফ হোসেন লস্কর । প্রাপ্ত তথ্য অনুযায়ী মৃত দুই যুবকের বাড়ী কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমার মনিপুর সীমান্তের জিরিঘাটে ।
জানা যায়, গতকাল রাতে নাম্বার বিহীন একটা হোন্ডা গাড়ি শিলচর থেকে জিরিঘাট যাবার সময় লক্ষ্মীপুর থানার অন্তর্গত ৩৭ নং জাতীয় সড়কের শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় । গাড়ির মধ্যে চালকসহ চারজন যুবক ছিল । একজন যুবককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।
এদিকে গতকাল রাতে অপর একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন উত্তর কৃষ্ণপুরের ১৭ বছরের কিশোর জুনায়েদ আহমদ মজুমদার। গতকাল রাত্রে অনুমানিক ৭টা নাগাদ শিলডুবি থেকে একটি কাজ সেরে বাড়ির ফেরার পথে সৈদপুর চরকিশাহ মোকামের সামনে একটি ইলেক্ট্রিক খুটির সঙ্গে ধাক্কা লাগে তার বাহনের, তারপর ঘটনাস্থলেই প্রাণ হারান জুনাইদ; তাঁর সঙ্গে ছিল তাঁর বন্ধু হান্নান। সে গুরুতর জখম হয়ে বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷
জুনাইদের দেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে সমঝে দেওয়া হয় ৷ আজ বিকাল ৪ ঘটিকায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ৷ জুনাইদের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ৷
Comments are closed.