Also read in

অটল বিহারী বাজপেয়ীর নামে উৎসর্গিত ধলাইয়ের বায়ো-ডাইভারসিটি পার্ক, গাছপালাকে সন্তানের মতো স্নেহ করতে বললেন মুখ্যমন্ত্রী

রাজ্যের বন-মন্ত্রকের উদ্যোগে ধলাইয়ে বায়ো-ডাইভারসিটি পার্ক গড়ে তোলা হয়েছে যেখানে এক হাজারের বেশি বহুমূল্যবান গাছপালা রোপন এবং সংরক্ষণ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল রবিবার সন্ধ্যায় নিজের হাতে পার্কটি উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে দাঁড়িয়েই তিনি ঘোষণা করেন, এই পার্কটি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নামে উৎসর্গ করা হচ্ছে। গতমাসে মহাসড়কের জিরো পয়েন্টে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি বসানো হয়েছিল, সেটাই ছিল উত্তর-পূর্ব ভারতে বাজপেয়ীর প্রথম মূর্তি স্থাপনের নিদর্শন। এবার বায়ো-ডাইভারসিটি পার্ক অটল বিহারী বাজপেয়ীর নামে উৎসর্গ করে এক বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। অবশ্যই অনেকে বলছেন, আগামী বছর নির্বাচনে অটল বিহারি বাজপেয়ির নাম ব্যবহার করতে বিজেপি এই ধরনের পদক্ষেপ নিচ্ছে।

আনুষ্ঠানিকভাবে পার্ক উন্মোচন করার পর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেন, “শুধুমাত্র সময় কাটানো বা ঘুরে দেখার জন্য এই পার্কটি বানানো হয়নি। রাজ্যের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং এর সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই হচ্ছে পার্কের মূল উদ্দেশ্য। আমরা আমাদের ঘরের সদস্যদের, বিশেষ করে যারা পড়াশোনা করছেন, তাদের এই পার্কে নিয়ে আসব এবং এখানে যেসব বিরল গাছপালার সংরক্ষণ হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করব। এদিক থেকে বায়ো-ডাইভারসিটি পার্ক একটি শিক্ষণীয় জায়গা হয়ে উঠবে। শিক্ষাক্ষেত্র আমাদের কাছে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার, তাই আমরা পার্কটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজির নামে উৎসর্গ করছি। তিনি সারাজীবন দেশের সেবায় কাজ করে গেছেন এবং তার জন্যই আজ শিক্ষিত যুব সমাজ রাজনীতিবিদদের শ্রদ্ধা করতে শিখেছে। আমরা যদি সবাই মিলে এই বায়ো-ডাইভারসিটি পার্ককে একটি শিক্ষাকেন্দ্রের মতো শ্রদ্ধা করতে পারি এবং সমাজে পরিবেশ নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া যায়, তবে সবথেকে বেশি খুশি হবেন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। অন্তত আমি এমনটাই বিশ্বাস করি।”

মুখ্যমন্ত্রী ধলাই সহ বরাক উপত্যকার প্রত্যেক ব্যক্তির কাছে আবেদন জানান, তারা যেন পার্ককে নিজের সন্তানের মত স্নেহ করতে শেখেন। তিনি বলেন, “সরকারের তরফে অনেক যত্ন করে পার্কটি বানানো হয়েছে, তবে এতে বনবিভাগের আধিকারিক সহ অনেকের অবদান রয়েছে। অনেক বিরল প্রজাতির গাছপালা সংগ্রহ করে এখানে নিয়ে আসা হয়েছে এবং তাদের পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তবে সরকারি আধিকারিকরা চাইলেই এগুলো রক্ষা করা যাবে না, সাধারণ মানুষকে এগিয়ে এসে সাহায্য করতে হবে। অসম তথা উত্তর-পূর্বের প্রাকৃতিক সম্পদ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এই পার্কের মাধ্যমে জানতে পারবেন সাধারন মানুষ। গাছগুলো যেন নষ্ট না হয় এবং পার্কের সৌন্দর্য বজায় থাকে এদিকে এলাকাবাসীকে নজর রাখতে হবে। ভবিষ্যতে দেশ-বিদেশের মানুষ এই পার্কে ঘুরতে আসবেন, তারা যেন আপনাদের অতিথি হয়ে আসেন এবং যাবার সময় প্রশংসা করেন, এই দায়িত্ব আপনাদের।”

মুখ্যমন্ত্রী এদিন সভায় বসে বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর কাজের প্রশংসা করেন। তিনি বলেন, “ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া অসম রাজ্যের বন-সংরক্ষণ কার্যকলাপকে বিশেষভাবে সাধুবাদ জানিয়েছেন। বন-সংরক্ষণের পাশাপাশি বন্য জীবজন্তুর অবস্থা আগে থেকে অনেক সংরক্ষিত এবং সুন্দর হয়েছে। বিশেষকরে অসমে বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সারাদেশের কাছে আমাদের মাথা উঁচু হয়েছে। অবশ্যই বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের সদিচ্ছা এবং অক্লান্ত পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। আমরা তার তত্ত্বাবধানে আগামীতে বন সংরক্ষণের ক্ষেত্রে সারা পৃথিবীর কাছে এক নজির রাখতে সমর্থ হব বলেই বিশ্বাস করি আমি।”

বন মন্ত্রী জানান, অর্কিড থেকে শুরু করে বেশকিছু বহু মূল্যবান গাছ এই বায়ো-ডাইভারসিটি পার্কে রোপণ করা হয়েছে এবং সেগুলো সংরক্ষণ করা হবে। উত্তর-পূর্ব ভারতের অনেকগুলো বিরল গাছ যেগুলো প্রায় শেষ হওয়ার পথে, সেগুলোর চারা এখানে লাগিয়ে সংরক্ষণ করা হবে, পাশাপাশি যুবসমাজকে এগুলো দেখানো হবে। তিনি বলেন, “শুধুমাত্র একটা পার্কের মাধ্যমে আমরা বিরল প্রজাতির গাছপালা সংরক্ষণ করতে পারব না। বর্তমান প্রজন্ম অনেক বেশি সচেতন, তাদেরকে বুঝিয়ে বলতে পারলে শুধুমাত্র বরাক উপত্যকা নয় সারা উত্তর-পূর্বে বিরল গাছগুলো তারাই রক্ষা করবে। আজ এই পার্কটির নাম আমাদের সবথেকে শ্রদ্ধেয় ব্যক্তি প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে উৎসর্গ করে মুখ্যমন্ত্রী আমাদের আরও উৎসাহ দিলেন। আগামীতে কাছাড় জেলায় একটি চিড়িয়াখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই বছরেই কাজ শুরু হবে।”

Comments are closed.